আপনার AdSense এ উপার্জন বাড়াতে শুধু ৪ টি টিপস ও ৩টি টুলস সংযোগ করুন
৪ টি টিপস ও
৩টি টুলস সংযোগ করে উপার্জন বাড়ান
Google AdSense ট্রাফিক
বৃদ্ধির জন্য কাজ করতে হয় ঠিক তেমনি সাইটের
AdSense এর মাধ্যমে
অর্থ উপার্জনের জন্য আমাদের গুগল এর সাথে google adsense income increase করার জন্য ৪টি ও ৩টি টিপস কানেক্ট করতে হয়।নিচে এগুলো সুন্দরভাবে বর্ণিত হলোঃ
১। ডিমান্ডিং ও আকর্ষণীয় উপাদান সৃষ্টি করা
এক্ষেত্রে Google AdSense দ্বারা অনুমোদিত হতে পারে, এমন কিছু গুণ ও মানসম্পন্ন পোস্ট আপনার সাইটকে অনেক চাহিদা ও মানুষের নজরে আসার মত কাজ করতে পারে আর এতে আপনার ট্রাফিক আর রেভিনিউ বেশি বেশি জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে।
আর ভিউয়ার্স আপনার এই পোস্টের প্রতি আকর্ষিত
হয়ে তারা পড়বে।তারা অনেক উপকৃত হবে।আমার এই
সাইটে ভালোভাবে লক্ষ্য করলে অনেক অনেক জিনিস পাবেন বিশেষ করে TECHNOLOGY,INCOME MONEY,GOOGLEADSENSE,ARCHITECTURE,WEBSITE সাইটে।
2.আপনি আপনার
সাইটিকে স্টিকি
করে গড়ে তুলুন
যদি আপনার সাইট না দেখে বা অনুকরণ করে অন্য সাইটে বিচরণ করে তাহলে আপনি বুঝবেন যে, আপনি AdSense Income হারাতে চলেছেন ।তাই আপনাকে একটি স্টিকি সাইট তৈরি করতে হবে।আপনাকে সাইটের হেড এ একটি নিশসংবলিত,গুগল সার্চেবল নেভিগেশন রাখতে হবে।যাতে এতে ক্লিক করে ভিউয়ার্স তাদের কাক্ষিত বিষয়বস্তু খুঁজে পান।
তাঁরা এর মাধ্যমে
টাকা ইনকামের একটি রাস্তা তৈরি করতে পারেন। তাঁরা এর প্রতি আগ্রহী হয়ে আপনার মত করে
একটি তৈরি করতে পারে বা চায়,আর এমনকি আপনার এই লিঙ্ককে শেয়ার করতে চায়,বন্ধুদের রেফার
করতে চায়।তাঁরা ইম্প্রেসড আপনার সাইটের পোস্টে এড শো
হয়ে ইনকাম বাড়তে পারে।
৩। আপনার সাইটে দর্শকদের একাধিক বার চ্যানেল ফিরিয়ে দিন।
এখানে আপনাকে মনে রাখতে হবে যে,আপনার সাইট দর্শকরা প্রতিদিনই দেখতে চায় আর নিত্য নতুন টেকনিকালি,ওয়েবসাইট ভিত্তিক, ইনকাম করার উৎস মত।এজন্য আপনাকে আপনার সাইটকে শিরোনাম,সাইডবার,বিষয়বস্তুর শেষ পর্যন্ত এবং ফুটার পর্যন্ত চ্যানেল অন্তর্ভুক্ত করা।
যাতে আপনার সাথে যোগ হয়ে আপনার
সামাজিক সাইট ফেসবুক, ইউটিউব, লিংকডিন, টুইটার এ যোগ হয়ে
তারাও অপট-ইন করে এ সমস্ত মাধ্যমে সংযুক্ত হয়ে অনুকরণ করা আর এতে বিজ্ঞাপনে সম্ভাব্য ক্লিক পড়ে তেদের কোন ডিমান্ডিং
বা চাহিদামাফিক পোস্টে নিয়ে আসা।
৪।অভিজ্ঞতাকে
কাজে লাগিয়ে যথাযথভাবে অপ্টিমাইজ করা
অভিজ্ঞতা ও চেষ্টাকে কাজে লাগিয়ে আপনি ভিউয়ার্স বা দর্শকদের কাছে আপনার সাইটটিকে সহজ ও ফাস্ট করে দিয়ে তাদের কাছে সর্বশ্রষ্ঠ কন্টেন্ট এবং সর্বোত্তম বিজ্ঞাপন প্লেসমেন্ট করে দিতে পারেন। যাতে মোবাইল ডিভাইসেও ফাস্ট লোড হয়,এতে তারা বিজ্ঞাপনেও ক্লিক করার আগ্রহী হবে।
এজন্য আপনাকে তিনটি টুলস এর
এক্সপেরিমেন্ট চালাতে হবে।( Moble Usability),(Google Analytics) এ প্রপার্টি
গঠন করা,(Google Search Console) এ অন্তর্ভুক্ত করা।এগুলো
ঠিকঠিকভাবে শতভাগ নিশিত হলেই আপনার সাইটে ট্রাফিক বৃদ্ধি পেয়ে AdSense এ
উপার্জন বেড়ে যাবে।