ডোমেইন হোস্টিং নিয়ে এডসেন্স এড করলে টাকা ইনকাম নিশ্চিত income money


income money

ডোমেইন হোস্টিং নিয়ে এডসেন্স এড করুন
ফ্রিতে বা অন্য কোন উপায়ে টাকা ইনকাম হয় বা হয়েছে আজও শুনিনি আর আমিও তা পাইনি। যেমন ধরুনঃ-রেফার করে ,স্পিনিং করে, ভিডিও দেখে, স্ক্রাস ঘষে ,এড দেখে,সাবস্ক্রাইব করে । কিন্তু না এগুলো সব বাদ । এখন টাকা ইনকাম করার সহজ উপায় বের করেছে  ব্লগার তাও আবার গুগল এডসেন্স এপ্রুভ হলে ।আর এজন্য টাকা ইনকামের মন, মানসিকতাও থাকা দরকার

প্রথমে একটি জিমেইল এড্রেস তৈরি করুন এরপর একটি সুন্দর ও ইউনিক ব্লগার তৈরি করুন এতে প্রকাশকের নাম ,সাইটের নাম ও  ডিসপ্লে নাম খুব ভালোভাবে সেটিং করুন ।


এরপর কোন একটি রেস্পন্সিভ টেমপ্লেট ব্লগার থিম ও টেমপ্লেট, ব্লগার সাইট গঠন করুন।এতে সব এডিটিং,সেটিং,ডিজাইন  ও গেজেট,টপ মেনুবার, মেনুবার, সোস্যাল মেনু, রেস্পন্সিভ থিম ও এডভারটাইজ ম্যান্ট বসানোর জায়গা সবএডিটিং করুন।


সব ঠিকঠাক হয়ে গেলে এবার Namecheap, HostSeba.comআমার হোস্ট, putulhost.com, BKASH বা NAGOD একাউন্ট থেকে একটি ডোমেইন ক্রয় করে DNS এ সেটিং করতে হবে ।সেটিং  করার পর দেখতে হবে যেন কোথাও কোন ত্রুটি বা ভুল না থাকে নইলে গুগল এডসেন্স এপ্রুভাল হবে না।


আর এপ্রুভাল হলেই ইনকাম ম্যানুবারে একটি ড্যাশবোর্ডে সব ইনকাম তোলার অপসন দেওয়া থাকবে । তবে কমপক্ষে ১০  থেকে ১২  টি ইউনিক  পোস্ট এবং ১০০০  ভিউয়ার থাকতে হবে। তাহলেই আপনার ব্লগ সাইটের  ড্যাশবোর্ডে  টাকা ইনকাম হতে  শুরু করবে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url