বাংলাদেশে nid কার্ড চেক nid card check in bangladesh

বাংলাদেশে nid কার্ড চেক nid card check in bangladesh

nid card check in bangladesh 

প্রথমে আপনাকে স্মার্টফোন বা কম্পিউটার এ একটি ব্রাউজার থাকতে হবে ।এজন্য Chrome ব্রাউজারটি রাখতে হবে।এখন Chrome ব্রাউজারের সার্চ বার বা এড্রেস বারে land.gov.bd লিখে এন্টার বাটনে প্রেস করলে ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইটটি চলে আসবে।


এখন স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন।এখানে আপনি নামজারি,ভূমি উন্নয়ন কর, ডিজিটাল ল্যান্ড রেকর্ড ,অনলাইন শুনানি অপশন পাবেন।আপনি NID CARD যাচাই করণের জন্য ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করবেন।দেখবেন অনলাইন ভূমি উন্নয়ন কর নামে একটি অপশন আসবে।এখানে ক্লিক করবেন।

আরোপড়ুন⇨NID কার্ডের তথ্য ঘরে বসে সংশোধন করুন

আরোপড়ুন⇨ওয়েব স্টরি তৈরি করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন সহজেই

এরপর আপনার মোবাইল নম্বর বসাতে হবে এবং NID CARD  টি যাচাই করার জন্য জাতীয় পরিচয় পত্র নম্বরটি বসিয়ে দিবেন।NID CARD যে জন্ম তারিখ রয়েছে তা সঠিকভাবে বসিয়ে দিন।এখন নিচের বাটন পরবর্তী পদক্ষেপ ক্লিক করুন।

দেখা যাবে যে,আপনার কাঙ্খিত NID CARD টি চলে এসেছে।আপনি বুঝতে পারবেন কার্ডটি আসল নাকি নকল।দেখে বুঝতে পারবেন কার্ডটি আপনারই বা আপনিই ।আর যদি না আসে বা NID CARD IS NOT FOUND আসে তাহলে বুঝতে হবে যে,এটি নকল NID CARD।এভাবে আপনি ঘরে বসে সহজেই NID CARD যাচাই করতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url