বিশ্ব চ্যাম্পিয়ন মেসিকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানায় পিএসজি
কালো টি-শার্ট, প্যান্ট, ধূসর জ্যাকেট এবং সাদা স্নিকার্স পরে কালো গাড়ি থেকে নামছেন লিওনেল মেসি। আর হ্যাঁ, হাতে তিনটি ছোট ব্যাগ। পিএসজিতে মেসির আগমন নিয়ে কথা হচ্ছে। এর আগেও অনেকবার প্যারিসে ছুটি কাটিয়ে ফিরেছেন মেসি, তবে এবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েই ফিরেছেন।
গাড়ি থেকে নেমে সামনে আসতেই ক্যামেরার ফ্ল্যাশ দেখতে পেলাম। যারা স্বাগত জানাতে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে 'এলএম টেন'ও হেসে করমর্দন করেন। মূলত মেসির আগমন নিয়ে পিএসজির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ৬০ সেকেন্ডের ভিডিওতে এটি দেখা গেছে।
তারপরে অন্য একটি ভিডিওতে, মেসিকে তার সতীর্থরা গার্ড অব অনার দিয়ে উভয় পাশে দাঁড়িয়ে স্বাগত জানায়। মেসিকে পুরস্কারও দেওয়া হয়। পরে স্মৃতিচিহ্নের সঙ্গে ছবিও তোলেন মেসি।
এর আগে বেশ কিছু ছবিতে মেসির দলে যোগ দেওয়ার মুহূর্ত তুলে ধরে প্যারিসের ক্লাবটি। শুরুতে মেসিকে দেখা গেছে যে পোশাক পরে এসেছেন সেখানেই খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছেন। পরে অনুশীলনের জার্সিতে বাকিদের সঙ্গে দেখা করেন।
যাদের মধ্যে ছিলেন মেসির বন্ধু ও সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার। দুজনেই তখন হাসছিল। মেসি ও নেইমারের ছবির নিচে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন ফিরে এসেছে', আরেকজন লিখেছেন, 'শক্তি ফিরে এসেছে।'
কেউ কেউ অবশ্য পিএসজি যেভাবে মেসিকে স্বাগত জানিয়েছে তা পছন্দ করেননি। বিশ্ব চ্যাম্পিয়নকে স্বাগত জানানোর ধরন আরও রাজকীয় হতে পারত বলে মনে করেন তারা।
এক মেসি-ভক্ত লিখেছেন, বিশ্ব চ্যাম্পিয়নকে স্বাগত জানানোর উদযাপন কোথায়? আরেকজন মন্তব্য করেছেন, "এত সাধারণ উদযাপন কেন!" অবশ্য পরে মেসিকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। তবে সেদিন মেসির সঙ্গে দেখা হয়নি এমবাপ্পের। ছুটি কাটিয়ে মেসি দলে যোগ দিলে এমবাপ্পে ছুটিতে যান। সেই কারণে এই দুজনের দেখা হয়নি।
এর আগে বিশ্বকাপ জয়ের পর বুয়েনস আইরেসে রাজকীয় সংবর্ধনা পেয়ে ছুটি কাটাতে নিজ শহর রোজারিওতে যান মেসি। সেখানে বড়দিন ও নববর্ষ উদযাপন করেন মেসি। এরপর গতকাল ছুটির পর রোজারিও থেকে একটি ব্যক্তিগত বিমানে ক্লাবে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওনা হন ৩৫ বছর বয়সী ফুটবল সুপারস্টার।