বাংলাদেশ থেকে PayPal একাউন্ট তৈরি করে ডলারের সংগে transaction করুন

বাংলাদেশ থেকে  PayPal একাউন্ট তৈরি করে ডলারের সংগে transaction করুন

প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট  করে Paypal.com cy লিখে সার্চ  করলে প্রথমেই আপনি Log  in to your  PayPal  account পাবেন।এখানে ক্লিক করলে আপনাকে Paypal একটি Email or moble number চেয়ে  একটি অন্য পেজে নিয়ে গেলে Sign Up for Free নামক  বাটনে ক্লিক  করবেন।(Create a PayPal account from Bangladesh and transact with dollars)


এখন  Sign  Up  for PayPal,It's free  ইন্টারপেজে আপনি  Cyprus   রেখে Choose from 2 types of accounts এ Business Account এ সিলেক্ট  করে    Continue   তে ক্লিক  করবেন।


এবার আপনাকে  একটা অন্য ইন্টারপেজে  নিয়ে  যাবে আর  এখানে  আপনাকে  একটি Valid email  address বসিয়ে দিয়ে  Continue বাটনে ক্লিক  করতে হবে।এবার অন্য একটি পেজে  আপনাকে  শক্তিশালী পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে আর Continue বাটনে  ক্লিক করতে হবে। 

এখন Tell us about your Business নামে একটি পেজে আপনি আপনার Legal first name,Legal  last name ও  Business details  আপনি আপানার নামটি বসিয়ে দিয়ে This is  the name  your customers to see.তে  টিক মার্ক, Business phone number Country Coad পরিবর্তন করে  আপনার Valid  ফোন নম্বরটি দিয়ে দিবেন।

এরপর Manage  addresses এ Address line 1,Address line 2 postcodeআর City/Town/Village পূরণ করে  নিচে  দুটি অপশন Receive news-----,I have   read--এ  টিক  মার্ক দিয়ে দিবেন।এরপর নিচে Agree  and  Creat  account  এ ক্লিক  করে দিবেন।


এবার অন্য একটা পেজে Describe your  business এ  Business type এ ক্লিক করে অবশ্যই Individual সিলেক্ট করে দিতে  হবে।নিচে  product or  service keywords এ আপনি যেটা আপনার পছন্দ   সেটা দিয়ে যেমন-Digital Goods-Games দিয়ে  website (optional) না দিলেও চলবে  আর PAYPAL*CC  Statement Name এ আপনার নামটি বসিয়ে  দিন আর Continue এ ক্লিক করুন।

পরের  পেজে Tell  us more about you  এ Date of birth সঠিকটা বসিয়ে দিতে হবে।এবার Nationality Bangladesh ক্লিক  করে নিচে Home address এ যদি Same as  business address  হয় তাহলে  শুধু টিকমার্ক  দিতে  হবে।আর  Phone number যদি Same  as business phone হয় তাহলে শুধু টিকমার্ক দিতে হবে। এখন নিচে Submit এ ক্লিক করলেই  আপনার PayPal account তৈরি হয়ে যাবে।


এবার থেকে ইমেইল ভ্যারিফিকেশনের জন্য ইমেইলে গিয়ে আপনাকে ইমেইলটি ভ্যারিফিকেশন করতে হবে।এরপর আপনাকে আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে আবার Confirm Email Address এ  ক্লিক করে Confirm করে নিতে হবে। এবার আপনাকে PayPal  account এর ড্যাশবোর্ডে নিয়ে  যাবে আর  আপনি  এখানে PayPal  ব্যালেন্স EUR*দেখতে পাবেন আপনাকে এটি USD*করতে হবে।

এজন্য বামদিকে থ্রিডট মেনুতে ক্লিক করে  Go  to Money page এ ক্লিক করে U.S.Dollarএর Make  primary অপশনে ক্লিক করতে হবে। এবার Make U.S.Dollar your primary currency অপশনে Make USD  Primary তে ক্লিক  করে দিতে  হবে।এর  পরের অপশনে Done    এ ক্লিক  করে দিবেন।

বাস,কাজ শেষএখন আপনি একান্টের  সাথে ট্রানজেকশন করে ওয়েবসাইট এর এড  পেমেন্ট করতে পারবেন,টাকা ইনকাম করতে  পারবেন,ফেসবুক পেজ,ইউটিউব চ্যানেল বুস্ট করতে  পারবেন সহজেই।আমার এই লেখাটুকু আপনাদের উপকারে  আসলে আমি  নিজেকে সার্থক ও ধন্য মনে করব আর সবশেষে কমেন্স  করলে  সমাধান ও উত্তর দেয়ার  চেষ্টা করবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url