where and how do you promote your jvzoo affiliate link

where and how do you promote your jvzoo affiliate link

Jvzoo Affiliate Marketing একাউন্ট তৈরিকরণ

প্রথমে আপনি Jvzoo.com সাইটে Affiliate Marketing  করার  জন্য  Jvzoo.com   লিখে  গুগল সার্চ বারে  সার্চ  করলে  সাইটটি চলে আসলে  এতে ক্লিক করুন।এখন Register for  a  Free Account নামে একটি পেজ  শো করবে এতে আপনাকে Full Ligal Name, Password, Confirm password, I declare I am a  citizen of  the selected country  এবং বক্সে 


I have read  and agree to all JVZoo Agreements,Polices and  Disclaimers টিক  মার্ক  দিয়ে REGISTER এ ক্লিক করতে হবে।এবার ইমেইল ভ্যারিফিকেশন  করার জন্য ইমেইলে গিয়ে ক্লিক করে  নিতে হবে বাস আপনি হয়ে গেলেন jvzoo affiliate program এর একজন সদস্য।


এফিলিয়েট লিংক তৈরি ও প্রোডাক্ট পেজ শো করণ

কিন্তু  এখানেই শেষ নয়। এবার jvzoo  এর ড্যাশবোর্ড  দেখতে  পাবেন। এখানে Affiliates, Sellers, Products, My account ও  Tools এর Affiliates এ  ক্লিক  করুন এখানে  Find  Products  এ  ক্লিক করে Request Approved এ  ক্লিক করে 

Enter Message বক্সে গিয়ে  I am an Affiliate Marketer .I have a website,Youtube channel and email list.If you approve me then I will be marketing your product. Thanks. লিখে দিয়ে এরপর robot


I am  not a robot টিক মার্ক দিয়ে এর পরে  I have read   and followed any instructions in the vendor's message  above এ টিক মার্ক দিয়ে  Request Approval এ  ক্লিক  করলে যদি সংগে সংগে এফিলিয়েট লিংক না পাওয়া যায় তাহলে অপেক্ষা  করতে হবে আর  গেলেতো  আরো সুবিধা।  


এখন ল্যান্ডিং পেজ যেভাবে তৈরি করবেন

যেহেত jvzoo Affiliate লিঙ্কটি সরাসরি  প্রমোট করে মার্কেটিং করা যায় না তাই আপনাকে  প্রথমে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এজন্য আপনাকে   লিখে সার্চ করলে Start new site এ  Blank+ Template পাওয়া যাবে। এখানে ক্লিক করে একটি ব্যানার সেটিং করতে হবে।এবার উপরে  ডান কোণে এ ক্লিক  ক্লিক করে হুবহু সেগুলো কপি করে আপনাকে google sites   এ  গিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে।


মানে আপনি এফিলিয়েট লিংকের মাধ্যমে পেজে গিয়ে তার প্রোডাক্টের সম্পর্কে লিখে যেমন-প্রোডাক্টের নাম,  ক্যাটাগরি,  মূল্য, কমিশন, প্রোডাক্টের এফিলিয়েট লিংকটি দিয়ে বাটন তৈরি করে বসিয়ে দিলে এরপর Publish  করলে  ল্যান্ডিং পেজেরও একটি লিংক তৈরি হয়ে যাবে।এবার এই লিংকটি একটি United States মার্কেটিং প্লেজের সাইটে পেশ করতে হবে।এজন্য আপনাকে নিচের সাইটটিতে যেতে হবে।


কোন সাইটে বা কোথায় মার্কেটিং করবেন

গুগল সার্চ বারে www.demilked.com লিখে ক্লিক করলে আপনার কাঙ্খিত সেই মার্কেট প্লেজে নিয়ে যাবে।এবার আপনি Signin/RegisterFacebook,Twitter,Google মাধ্যমে বা  Sign Up করে Email, Username,Password বসিয়ে


Resister বাটনে ক্লিক করে Create Post এ ক্লিক করে একটি ৬০৫,৭০০ বা ৯১৫ Pixel ছবি এড করতে হবে।এবার Next এ ক্লিক করে TITLE OF YOUR STORY তে প্রোডাক্টির নাম ল্যান্ডিং পেজের টাইটেল বা নাম লিখতে হবে আর এর শেষে Review কথাটি লিখে দিতে হবে।
 
আপনি⇒Reddit.com সাইটেও jvzoo affiliate marketting করতে পারেন।

এবার নিচে YOUR STORY পেজেতে আপনার  ল্যান্ডির পেজ বা Sell's পেজ  প্রোডাক্টের  মূল  জিনিসগুলো  নিয়ে বসিয়ে দিয়ে Click  Here: ল্যান্ডিং পেজ URL বসিয়ে   দিন। নিচে TAGS এ ৫টি  এর  কম প্রোডাক্ট রিলেটেড  TAGS  দিতে হবে।

Category  তে  দুই বা তিনটি লিখতে হবে।এরপর Finish ক্লিক করে পোস্ট করতে হবে।এখন যদি কোন ক্রেতা এই পেজে ক্লিক করে তাহলে সে সরাসরি আপনার ল্যান্ডিং পেজ হয়ে প্রোডাক্ট পেজে চলে যাবে আর তখনি আপনি এ বাবদ কমিশন পেতে থাকবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url