চাকরির ব্যতিক্রম ধর্মী সাহিত্যিক প্রশ্ন

চাকরির ব্যতিক্রম ধর্মী সাহিত্যিক  প্রশ্ন

১।মুনির চৌধুরীর কবর নাটক কিসের উপর লিখিত? উঃ ১৯৫২সালের ভাষা আন্দোলনেরউপর।

২। বাংলা সাহিত্যে প্রথম নাটক কি? উঃবসন্ত কুমারী। মীর মোশাররফ হোসেন। 

৩। মীর মোশাররফ হোসেন এর জমিদার দর্পন কি উদ্দেশ্যে লিখিত ? উঃ কৃষকের বিদ্রোহের উপর।

৪। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি? উঃ উপন্যাস। 

৫।মীর মোশাররফ হোসেনের বিষাদসিন্ধু কি নিয়ে লিখিত ? উঃ কারবালার পানি নিয়ে।

৬। বঙ্কিম চন্দ্রের প্রথম উপন্যাস কি? উঃ দুর্গেশ নন্দিনী।

৭। মানিক বন্দোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি কিসের উপর লিখিত? উঃ জেলে জীবনের বিচিত্র সুখ দুখ।

৮।৷বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কি? উঃপ্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল।

৯। আলালের ঘরের দুলাল কত সালে লিখিত? উঃ১৯৫৮ সালে।

১০।প্রথম কাব্যগ্রন্থ কি? উঃ কবি কাজী নজরুলের ঝরাপালক।

  • Click to know about Fiverr Affiliate Marketing
  • Create a Google Site web

১১। কবি কাজী নজরুল এর৷ নক্সীকাথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট ও  রাখালী কেমন কাব্যগ্রন্থ? উঃ গীতিকাব্য।

১২। কাজী নজরুল এর কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে রচিত? উঃ রাখালী কাব্যগ্রন্থ। 

১৩।কবি কাজী নজরুল এর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উঃ অগ্নীবিণা।

১৪। রবি ঠাকুর এর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উঃবনফুল।

১৫। ফররুখ আহমদের সাত সাগরের মাঝি কি নিয়ে রচিত? উঃ ইসলামের ইতিহাস  ও ঐতিহ্য নিয়ে। 

১৬।ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর ভ্রান্তিবিলাস কোন  ও কার অনুবাদগ্রন্থ? উঃComedy  Of  Errors. সেক্সপিয়ার।

১৭।আবুল মনসুর আহমদ এর আমার লেখা রাজনীতির  পঞ্চাশ বছর কি গ্রন্থ ? উঃ স্মৃতিকথা।

১৮। কবি কায়কোবাদ এর মহাশ্মশান কি নিয়ে রচিত? উঃ পানি পথের তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে।

১৯।কবি ফেরদৌসীর শাহনামা কোন ভাষায় লিখিত? উঃ পাহলবী ভাষায়।

২০।বিশ্বনবী কি  ও  কার লেখা? উঃজীবনচরিত, গোলাম  মোস্তফা।

Post a Comment

0 Comments