গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়া হাতে সোনার হরিণ পাওয়ার মত। অর্থাৎ টাকা বা ডলার ইনকাম শুরু হয়ে যাওয়া। আর তখনি আপনি শুধু পাবেন টাকা আর টাকা। এর জন্য শুধু ৫ টি টিপস বা কলা-কৌশল অবলম্বন করতে হবে।
শুধুমাত্র এই পাঁচটি মৌলিক কলা-কৌশল সেটিং করতে পারলেই গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়া সম্ভব যেমন-(১)কোয়ালিটি কন্টেন্ট, (Quality Content), (২)টপম্যানুবার বা ফুটার ম্যানুবার, Home, About, Contact, Privacy policy, (৩)Terms &conditions, (৪) গুগল সার্চ কন্সোল।Google Search console ,(৫)গুগল এনালাইটিক্স (Google Analytics ) এবং (৬) এএমপি কোড (AMP Coad) সেটিং।
(১)কোয়ালিটি কন্টেন্ট(Quality Content):এ পর্যায়ে কোন কন্টেন্ট বা টেক্সট কপি বা হুবহু নকল করা যাবে না। তবে এক্ষেত্রে কন্টেন্ট এডিট করে নিজের মত করে সুচারুরুপে সাজিয়ে পোস্ট দিতে হবে যেন কারো সাথে মিলে বা নিশে না যায় আর তখনি তা নিজের বা মূল বিষয়বস্তু বলে মনে করে গুগল এডসেন্স টিম এপ্রুভ দিয়ে দিবেন।
ক্লিক করুন ⇒ google এ adsense কিভাবে সেটিং করবেন
(২)about,Contact,Privaypolicy):টপম্যানুবার বা ফুটার, ম্যানুবারে হোম, সম্পর্ক ও প্রাইভেসি পলিসি সেটিং এর জন্য Lay Out অপসনে গিয়ে নিজের পোস্ট কৃত https:// -URL দ্বারা সেটিং করতে হবে। ম্যানুগুলো বাংলায়ও সেটিং করা যাবে আবার, ইংরাজিতেও সেটিং কিরা যাবে। যেন টাচ করলে এই জিনিস গুলোই ব্লগে পাওয়া যায় না গেলে ইন্সিওর করে নিতে হবে।
(৩) গুগল সার্চ কন্সোল (Google Search Console): গুগলে গিয়ে Google Search Console সার্চ করতে হবে। এরপর প্রথমেই নামটি চলে আসবে । তারপর এতে DOMAIN PROPERTY সেটিং করে ব্লগের সব পোস্টকৃত সাইট ইনডেক্স করে করে নিতে হবে। যতক্ষণ না সব সাইট গুগলে ইনডেক্স হয়, তারপর সব ঠিকঠাক থাকলে গুগল এডসেন্স এপ্রুভাল এর জন্য এপ্লাই বা আবেদন করতে হবে। আর যদি রিপোর্টে খারাপ দেয় তাহলে গুগল এডসেন্স টিম কি চান তা আবার কারেক্ট বা সেটিং করতে হবে।এভাবে একসময় না একসময় এপ্রুভাল হয়ে যাবে।
(৪)গুগল এনালাইটিক্স (Google Analytics):
এখানে নিয়ম মাফিক গুগল এনালাইটিক্স সার্চিং করে গুগল এনাটাইটিকক্স সেটিং করতে হবে। যাতে ভিউয়ার, ইমপ্রেসার, ক্লিকার নিয়ন্ত্রিত হয় এবং তা নিজের আয়ত্বে বা কন্ট্রোলিং এ চলে আসে।
(৫) এএমপি কোড AMP COAD পাওয়ার জন্য EARNING অপশনে গিয়ে ADS এ ক্লিক করে AMP ON করতে হবে। আর তা দুটি কোড দিবে সেগুলো থিম অপসনে গিয়ে <HEAD>---<HEAD> এর মাঝে সেটিং করতে হবে যাতে অটোএড অটোমেটিক লিংক বা কানেক্টিং পায় আর এডগুলো একঘণ্টা পর সক্রিয় হয়ে সাইটে সঠিক জায়গায় Show করবে বা দেখা যাবে। আর সাইটটি দেখতেও ফুলফিল মনে হবে।
গুগল এডসেন্স এপ্রুভালের জন্য উপরো ল্লিখিত এই ৫ টি বিষয় অনুসরণ করে গুগল এডসেন্স এপ্রুভাল এপ্লাই করলে গুগল টিম অটোমেটিক এপ্রুভাল দিয়ে দিবেন আর তখনি ইনকামের টাকা বা ডলার আর্নিং ব্যালান্সে গিয়ে যোগ হতে শুরু করবে।
0 Comments
uttamkumarroy067@gmail.com