ব্লগে এফিলিয়েট লিংক এড করে অর্থ আয় করুন affiliate marketing
কোন প্রোডাক্ট বা পণ্য বিক্রির জন্য এফিলিয়েট প্রোগ্রামার দের কাছ থেকে লিংকের মাধ্যমে কমিশন বাবদ প্রচুর অর্থ বা টাকা পাওয়াকে এফিলিয়েট মার্কেটিং বলে।যেমন-BDSHOP.COM আর AMAZON.COM ASSOCIETES CENTRAL
এই ডিজিটাল বিক্রেতা অওনার শিপগুলো এফিলিয়েট মার্কেটিং পরিচালনা করে থাকেন। তাঁরা তাঁদের প্রডাক্টস বিক্রয়ের জন্য রিকমেন্ড করেন । আবার টপ প্রডাক্টগুলোর লিংক জেনারেট করার জন্য ফেসবুক অথবা ইউটিউব লিংক থেকেএফিলিয়েট লিংকতৈরি করা যায় বিষয়টি অত্যন্ত সহজ ও ফ্রিতে কোন টাকা পয়সা ছাড়াই।
প্রথমে আপনার ফেসবুক প্রফাইল বা ইউটিউব চ্যানেল খুলতে হবে আর এফিলিয়েট লিংকের মাধ্যমে প্রস্তাবিত প্রডাক্টগুলোর ছবি বা ভিডিও ফেসবুক বা ইউটিউব চ্যানেলে পোস্ট করতে হবে, যদি আপনার প্রডাক্ট ক্লিক করে কোন বাইয়ার ক্রয় করেন তাহলে আপনিএফিলিয়েট প্রোগ্রামারদের কাছ থেকে কমিশন বাবদ মোটা অঙ্কের অর্থ বা টাকা পেয়ে মাসে মাসে ইনকাম করতে পারেন।