যত বেশি ক্লিক তত বেশি ডলার per click so dolar
সাধারণত আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ একটি বিজ্ঞাপনে ক্লিক করে সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন $0.01 ডলার বা অনধিক সর্বোচ্চ $0.20 ডলার পর্যন্ত পাই এবং একই কনটেন্ট যদি ইউএসএ এর কোন ভিজিটর ভিজিট করে এবং তিনি যদি বিজ্ঞাপনে ক্লিক করেন সেক্ষেত্রে $0.20 ডলার থেকে শুরু করে $15/20 ডলার পর্যন্ত ইনকাম পাওয়া যায় ।আশ্চর্য কাণ্ড হলো এটাই বাস্তব আর তখনি ডলার বেড়ে যায়।
তাহলে দেখুন বিষয়টা চমকে যাওয়ার মত নয়ত কি? যারা যত বেশি ইউএসএ এর ভিজিটর ব্লগ পেজে ক্লিক করাতে পারবেন তারা তত বেশি ডলার পাবেন। নিম্নে বিভিন্ন দেশের CTR ও CPC এর একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করা হলো।
- Country-----CTR-----CPC(USD)
- যুক্তরাষ্ট্র------ -0.78%------------- 0.30
- অস্ট্রেলিয়া----0.80%------------- 0.27
- কানাডা------- 0.63%--------------0.22
- মার্শাল---------1.20----------------50.26
- যুক্তরাজ্য----- 0.81%-------------0.23
- জার্মানি--------1.38%-------------0.21
- সুইজারল্যান্ড-1.60%------------0.18
- চীন-------------0.49%-------------0.18
- নরওয়ে--------1.09%-------------0.16
- অস্ট্রেলিয়া---1.18%--------------0.16