যত বেশি ক্লিক তত বেশি ডলার per click so dolar

যত বেশি ক্লিক তত বেশি ডলার per click so dolar

আপনি আপনার ব্লগ পেজে কিভাবে সিপিসি(CPC) যার পুরা নাম Cost Per Click.গুগল এডসেন্স থেকে প্রতি ক্লিকে কত ডলার ইনকাম হয় এটা নির্দিষ্ট নয়। তবে বিভিন্ন দেশ ভেদে প্রতি ক্লিক এর মূল্য $0.01 ডলার থেকে শুরু করে $100 ডলার পর্যন্ত হয়ে থাকে। এটা নির্ভর করে আপনার কনটেন্ট কোয়ালিটি,কনটেন্ট এবং ভাল ব্যবহারকারীর অভিজ্ঞতার ধরন এর উপর।

তাছাড়া কনটেন্টের কান্ট্রি অনুযায়ী, আপনি যদি গুগল এডসেন্স এপ্রুভাল পান তাহলে অবশ্যই আপনি কাজ শুরু করার আগে কোন দেশের ভিজিটর এবং কি ধরনের কনটেন্ট নিয়ে কাজ করবেন সেটা বুঝে শুনে নির্ধারণ করুন আর সর্বোপরি কান্ট্রি অনুযায়ী ভিপিএন বা আইপি সেটিং করা অত্যাবশ্যক।

সাধারণত আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ একটি বিজ্ঞাপনে ক্লিক করে সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন $0.01 ডলার বা অনধিক সর্বোচ্চ $0.20 ডলার পর্যন্ত পাই এবং একই কনটেন্ট যদি ইউএসএ এর কোন ভিজিটর ভিজিট করে এবং তিনি যদি বিজ্ঞাপনে ক্লিক করেন সেক্ষেত্রে $0.20 ডলার থেকে শুরু করে $15/20 ডলার পর্যন্ত ইনকাম পাওয়া যায় ।আশ্চর্য কাণ্ড হলো এটাই বাস্তব আর তখনি ডলার বেড়ে যায়। 


তাহলে দেখুন বিষয়টা চমকে যাওয়ার মত নয়ত কি? যারা যত বেশি ইউএসএ এর ভিজিটর ব্লগ পেজে ক্লিক করাতে পারবেন তারা তত বেশি ডলার পাবেন। নিম্নে বিভিন্ন দেশের CTR ও CPC এর একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করা হলো।

  • Country-----CTR-----CPC(USD)
  • যুক্তরাষ্ট্র------ -0.78%------------- 0.30
  • অস্ট্রেলিয়া----0.80%------------- 0.27
  • কানাডা------- 0.63%--------------0.22
  • মার্শাল---------1.20----------------50.26
         দ্বীপপুঞ্জ
  • যুক্তরাজ্য----- 0.81%-------------0.23
  • জার্মানি--------1.38%-------------0.21
  • সুইজারল্যান্ড-1.60%------------0.18
  • চীন-------------0.49%-------------0.18
  • নরওয়ে--------1.09%-------------0.16
  • অস্ট্রেলিয়া---1.18%--------------0.16
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url