কে হবেন এবারের মহালয়ায় মহিষাসুর মর্দিনী Mahishasur Marddini Ma Durga
কে হবেন মহিষাসুর মর্দিনী
আর মাত্র ১১ দিন বাকি । আসছে মহালয়া ২৫ সেপ্টেম্বর (বাংলা ৮আশ্বিন, ১৪২৯সন) তারিখ। আর অক্টোবর মাসের১(বাংলা১৪ আশ্বিন,১৪২৯ সন) তারিখ ৬ষ্ঠী আরম্ভ হয়ে ৫ অক্টোবর (বাংলা ১৮ আশ্বিন, ১৪২৯ সন) তারিখে বিজয়া দশমী । আর বিসর্জন।এবার কৈলাশ অধিপত্নী মা দুর্গা ধরাধামে আসবেন গজ (হাতির) পিঠে চড়ে অর্থাৎ, ফলম-গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। আর ফিরবেন নৌকায় চড়ে।অর্থাৎ,ফলম-শস্য বৃদ্ধি জলবৃদ্ধিশ্চ।
দুর্গাপূজার সময়সূচী-
মহালয়া-------- ২৫ সেপ্টেম্বর,৮আশ্বিন।
মহাপঞ্চমী-----৩০ সেপ্টেম্বর,১৩আশ্বিন।
মহাষষ্ঠী---------১ অক্টোবর,১৪আশ্বিন।
মহাসপ্তমী-------২ অক্টোবর,১৫আশ্বিন।
মহাঅষ্টমী------৩ অক্টোবর,১৬আশ্বিন।
মহানবমী--------৪ অক্টোবর,১৭আশ্বিন।
বিজয়াদশমী---৫ অক্টোবর,১৮ আশ্বিন।
এবার মহালয়ায় কে হবেন এই মহিষাসুর মর্দিনী । অনেকে "জি বাংলা" চ্যানেলের "মিঠাই" যার আসল নাম সৌমিতৃষা কুন্ডু কে দুর্গা বা মহিষাসুর মর্দিনী হওয়ার স্বপ্ন দেখছেন।আর"মহাদেব"এর ভূমিকায় থাকবেন "জি বাংলা"এর সিরিয়াল খ্যাত নায়ক ও অভিনেতা "সূর্য রুবেল দাস"। জানি না তাঁদের দুজনের সেটিং, মেকআপ কেমন হতে পারে।
আবার,অনেকে "স্টার জলসা চ্যানেল" এর শুভশ্রী গাঙ্গুলী কে দুর্গা হওয়ার কথা শুনে অমত প্রকাশ করেন। দর্শকরা হতাশা প্রকাশ করেছেন।কারণ,তিনি নাকি এর আগে হয়েছেন।
অনেক দর্শক আবার "খড়ি"কে মহিষাসুর মর্দিনী বা দুর্গা হিসেবে দেখতে চান। যদিও খড়ির হাইট টা একটু খাট তবুও তারা মনে করেন তার চোখ ও মুখের এক্সপ্রেশন দুর্ধর্ষ। তাঁরা খড়িকে দুর্গা হিসেবে ভাল মানাবে বলে দাবী করছেন। সবাই খড়ি কে দুর্গা বানানোর জন্য চ্যানেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। তবে কর্তৃপক্ষ কাকে মা দুর্গা বা মহিষাসুর মর্দিনী এর ভূমিকায় অনুমোদন দিবেন সেটাই আমাদের আশা-আকাঙ্খা আর প্রত্যাশা।
![]() |
সত্যমান ডাঙী উৎসব ভ্রমণ |