ওয়েব স্টরি তৈরি করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন
প্রথমে আপনি গুগলে সার্চ করে (Make Stories) টুলস এ যান। প্রথমে উপরে ডানের কর্ণারে তিনটি ☰ এখানে ক্লিক করলে আপনি দুটি অপশন পাবেন । একটি Sign In আর একটি Sign Up.আপনি প্রথমে Sign Up করে নিন তখন আপনাকে Sign In With Google করতে বলবে আপনি তা Sign In করে নিলেই আপনার একাউন্টি চালু হয়ে যাবে।
আপনাকে কোথাও কোন কিছু ক্লিক করার দরকার নাই ,সোজা চলে যাবেন সবচেয়ে নিচের General Setting অপসনে। এখানেই হল আসল কাজ। আপনি মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে দরকারি সব পূরণ করে নেবেন । General Setting এ ক্লিক করলে আপনি চলে যাবেন Creat in New Workspace & Personal Workspace দুটি অপশনে। আপনি নিচে----
Creat in New Workspace
এখানে গিয়ে পাবেন General Seo Setting এAuthor Nameㅁআপনার নিজের নাম লিখে দেবেন। Publish Name এ আপনার ডোমেইন নামটি দিবেন তবে অবশ্যই কাষ্টমাইজ ডোমেইনের নাম দিবেন তা না হলে কাজ হবে না ।AuthorType এ Person লিখবেন। Story Language ইংলিশ লিখবেন তারপর SaveSettings (সেভ সেটিংস) এ ক্লিক করবেন।
Branding
প্রথমে Brand Name আপনার ডোমেইন টি প্রেস করবেন Industry তে Media & Entertainment দিবেন Add Logo তে আপনার ব্লগ সাইটের প্রকাশকের লোগোটি সেটিং করবেন। এভাবে Add Favcon এ প্রকাশকের লোগোটিও সেটিং করবেন।Brand Colours যে কোন কালার আপনার পছন্দমত সেটিং করবেন। এরপর Save Click Details এ ক্লিক করবেন।
Typography
এখানে আপনাকে কোনকিছু করার দরকার নাই। এরপর পরের ধাপে চলে যান।
গুগল Analytics এ গিয়ে আপনার Admin এ ক্লিক করে Tracking Info তে Tracking COAD টি গুগল Analytics এর (GA) Tracking ID COAD এ বসিয়ে দিন। Fb pixel Tracking ID না দিলেও সমস্যা নাই।
Socail Media অপশনে এখানে কাজ না করলেও সমস্যা নাই।
পড়ুন জেনে রাখুন⇨গুগল এডসেন্স এপ্রুভাল
Advertising Set Up (DFP Slot Coad) Monetization GOOGLE ADSENSE Enter Your Publisher ID এখানে হল আসল টাকা ইনকামের বা এড সেটিং আপনাকে আপনার ব্লগের EARNING ড্যাশবোর্ডে গিয়ে একটি RESPONSIVE এড তৈরি করে এটার CLIENT COADㅁ SLOTㅁকোড টি বসিয়ে Save Click Details সেভ ক্লিক ডিটেইলস এ ক্লিক করুন।
Bulk Update Stories At Domain অপশনে কোনকিছু করার দরকার নাই।
Domain Setting
এখানেআপনাকে আপনার ডোমেইন সেটিং করতে হবে ।এজন্য Set Up Domainㅁএ আপনার ডোমেইন টি বসিয়ে দিন আবার Sub Domain ㅁStories. আপনার ডোমেইন টি বসিয়ে দিন। এরপর করুন কাজ শেষ । এবার PROCEEED এ ক্লিক করে কাজ শেষ করুন। এখন যত খুশি ওয়েব স্টরি তৈরি করে পাবলিশ দিন আর মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন তবে যারা ADSENSE APPROVAL পেয়েছেন তারাই পারবেন। না থাকলে হবে না তার জন্য আপনাকে ADSENSE APPROVAL করে নিতে হবে।