প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ গণিত সাজেশন ১০০% নিশ্চয়তা (২৫ নম্বরের)
সুপ্রিয় শিক্ষক,শিক্ষার্থি ও অভিভাবকবৃন্দ আমি প্রধানশিক্ষক হিসেবে ৫ম শ্রেণির প্রাথমিক গণিত বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে সব সঠিক সমস্যা স্টাডি করে বহুনির্বাচনীর জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ গণিত সাজেশন ১০০% নিশ্চয়তা (২৫ নম্বরের) দিয়ে আপনাদের প্রয়োজনার্থে সমাধানসহ নিম্নে উল্লেখ করলাম যা অন্যান্য সাজেশন,নোট বা গাইডের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।
উঃগুনফল=গুণ্য×গুণক।
২।গুণক নির্ণয়ের সূত্র কোনটি?
উঃগুণক=গুণফল÷গুণ্য
৩।গুণ্য নির্ণয়ের সূত্র কোনটি?
উঃগুণ্য=গুণফল÷গুণক
৪।নিশেষে বিভাজ্য হলে ভাজ্য নির্ণয়ের সূত্র কোনটি?
উঃভাজ্য=ভাজক×ভাগফল
৫।নিশেষে বিভাজ্যনা হলে ভাজ্য নির্ণয়ের সূত্র কোনটি?
উঃভাজ্য=ভাজক×ভাগফল+ভাগশেষ
৬।বন্ধনী কয়টি ও কি কি?
উঃ ৩টি,(),{},[ ] ।
৭।ঐকিক নিয়মে কয়টির দাম বের করে সমস্যা সমাধান করতে হয়?
উঃএকটির
৮।১৫টি ডিমের দাম ১৩৫ টাকা হলে ১টি ডিমের দাম কত?
উঃ৯টাকা।
৯।খোলা বাক্যের অপর নাম কি?
৯।খোলা বাক্যের অপর নাম কি?
উঃগাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য।
১০।যদি বাক্যটি দ্বারা সত্য না মিথ্যা কোনটি নির্ণয় করা যায় না তাকে কি বলে?
উঃ গাণিতিক বাক্য বা খোলা বাক্য বা বদ্ধ বাক্য।
১১।গুণনীয়কের অপর নাম কি
উঃ উৎপাদক
১২।গ.সা.গু এর পূর্ণ নাম কি?
উঃগরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
১৩।ল.সা.গু এর পূর্ণ নাম কি?
উঃলঘিষ্ঠ সাধারণ গুণীতক।
১৩।গসাগু দ্বারা কি বুঝায়?
উঃসাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে বুঝায়।
১৪।লসাগু দ্বারা কি বুঝায়?
উঃসাধারণ গুণীতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে বুঝায়।
১৫।১৮ এর সব গুণনীয়ক গুলো কি কি?
উঃ১,২,৩,৬,৯ ও১৮।
১৬।১ মৌলিক সংখ্যা নয় কেন?
উঃ১এর গুণনীয়ক মাত্র একটি।
১৭।২৪ এর প্রথম পাঁচটি গুণিতক কি কি?
উঃ২৪,৪৮,৭২,৯৬ও ১২০।
১৮।মিশ্র ভগ্নাংশের সাথে কোন সংখ্যা ও কোন ভগ্নাংশ যুক্ত থাকে?
উঃপূর্ণ সংখ্যা ওপ্রকৃত ভগ্নাংশ।
১৯।১/৩ এর বিপরীত ভগ্নাংশ কি?
উঃ৩।
২০।৫ এর বিপরীত সংখ্যা কি?
উঃ -৫।
২১।০.০০৬ কে ৫ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উঃ ০.০৩০।
২২।৪.২১৮÷৬= কত?
উঃ০.৭০৩
২৩।পূর্ণ সংখ্যাকে কি বলে?
উঃসমস্ত পদ।
২৪।'এর' দ্বারা কি বুঝায়?
উঃ× চিহ্ন বুঝায়।
২৫।১/২ এর দুটি সমতুল ভগ্নাংশ কি কি ?
উঃ২/৪ ও ৩/৬।
২৬।এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
উঃ২.৫৪ সেন্টিমিটার।
২৭।আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি?
উঃআয়তাকারক্ষেত্রেরক্ষেত্রফল=দৈর্ঘ্য×প্রস্থ।
২৮।গড় নির্ণয়ের সূত্রটি কি?
উঃগড়=রাশিগুলোরযোগফল÷রাশিগুলোর সংখ্যা।
২৯।শতকরা চিহ্ন কিভাবে প্রকাশ করা হয়?
উঃ%।
৩০।শতকরা কার আনুপাতিক ভগ্নাংশ?
উঃ১০০ এর।
৩১।বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র কি?
উঃবার্ষিক মুনাফা=আসল×বার্ষিক মুনাফার হার/১০০।
৩২।লাভ-ক্ষতি কিসের উপর নির্ভর করে?
উঃক্রয়মূল্যের উপর।
৩৩।ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে কি হয়?
উঃলাভ হয়।
৩৪।বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কি হয়?
উঃক্ষতি হয়।
৩৫।৩০০ টাকার ১৫০% হল কত টাকা?
উঃ৪৫০টাকা।
৩৬।যে চতুর্ভুজের চারটি কোন সমকোন তাকে কি বলে?
উঃআয়ত।
৩৭।যে আয়তের চারটি বাহু সমান তাকে কি বলে?
উঃবর্গ।
৩৮।একটি চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল হলে তাকে কি বলে?
উঃট্রাপিজিয়াম।
৩৯।একটি চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল হলে তাকে কি বলে?
উঃসামান্তরিক।
৪০।বর্গ এক ধরণের কি?
উঃরম্বস।
৪১।চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলে?
উঃরম্বস।
৪২।বৃত্তের আবদ্ধ বক্ররেখাকে কি বলে?
উঃপরিধি।
৪৩।যদি বৃত্তের ব্যাসার্ধ ২.৫ সেন্টিমিটার হয় তবে ব্যাস কত?
উঃ৫সেন্টিমিটার।
৪৪।বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম জ্যা কে কি বলে?
উঃব্যাস।
৪৫।বৃত্ত কোন ধরণের রেখা?
উঃবক্ররেখা।
৪৬।বর্তমান যুগকে কোন যুগ বলা ?
উঃকম্পিউটারের যুগ।
৪৭।বিভিন্ন দূরারোগ্য ব্যাধির নতুন নতুন ওষুধ তৈরিতে কোন যন্ত্র সাহাযা করবে?
উঃকম্পিউটার।
৪৮।পরিধির একটি অংশকে কি বলে?
উঃবৃত্তচাপ।
৪৯।বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে?
উঃব্যাসার্ধ।
১১১১
৫০।দৈর্ঘ্যের একক কি?
উঃমিটার।
৫১।ওজনের একক কি?
উঃগ্রাম।
৫২।আয়তনের একক কি?
উঃলিটার।
৫৩। এক কিলোগ্রাম সমান কত কেজি?
উঃ১ কেজি।
৫৪। ১কুইন্টাল সমান কত কেজি?
উঃ১০০কেজি।
৫৫। ১০ কুইন্টাল সমান কত কেজি?
উঃ১০০০কেজি।
৫৬।আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল কি?
উঃআয়তক্ষেত্রের ক্ষেত্রফল=দৈর্ঘ্য ×প্রস্থ।
৫৭।ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি?
উঃত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি?
উঃক্ষেত্রফল=ভূমি×উচ্চতা÷২।
৫৮।সামান্তরিকের ক্ষেত্রফল কি?
উঃভূমি×উচ্চতা।
৫৯।১৬০০ সালটি কত শতাব্দীর?
উঃ১৫০০ শতাব্দী।
৬০।অপরাহ্ন ১০ টা হলে ২৪ ঘণ্টা সময় হিসেবে কত?
উঃ২২ টা।
৬১। ২৪ ঘণ্টা সময়সূচীতে লেখা ২৩.৫৯ মিনিট হলে ১২ ঘণ্টা সময়সূচীতে কত?
উঃ১১.৫৯ মিনিট।
৬২।জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কি?
উঃজনসংখ্যার ঘনত্ব=জনসংখ্যা÷আয়তন।
৬৩।ক্যালকুলেটর কি?
উঃইলেকট্রনিক যন্ত্র।
৬৫।ক্যালকুলেটর কি কাজে ব্যবহার করা হয়?
উঃগণনার কাজে।
৬৬।ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে কোন যন্ত্র?
উঃকম্পিউটার।
১।মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর।মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ ।তাদের প্রত্যেকের বয়স কত?পৃষ্ঠা-২০
২।একজন শিক্ষক ৪০ জন ছাত্র ও ২৪ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোন শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র ও ছাত্রী থাকবে?পৃষ্ঠা-৩৩
৩।একটি বাক্সের ২০ টি কমলার মধ্যে আমরা ৩ টির ওজন মেপে পেলাম যথাক্রমে ৩৩৫গ্রাম,৩২০গ্রাম এবং ৩৭১ গ্রাম।পৃষ্ঠা-৯০
(১)কমলা ৩টির গড় ওজন নির্ণয় কর।
(২)গড় ওজনের ভিত্তিতে ২০ টি কমলার মোট ওজন নির্ণয় কর।
৪।একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক কুড়ি সবজি কিনে ৪০% লাভে ৬,৩০০ টাকায় বিক্রয় করলেন।সবজির ক্রয়মূল্য কত ছিল?পৃষ্ঠা-৯৯
৫।রাজুর উচ্চতা ১.৩৫ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসি মিটার।তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার?পৃষ্ঠা-১২১
৬।নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করঃপৃষ্ঠা-১২৪
৭।একটি আয়ত আঁক যার ভূমি ৫ সেমি ও উচ্চতা ৩সেমি।পৃষ্ঠা-১০১
৮। একটি বর্গ আঁক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি।পৃষ্ঠা-১০১
৯। রুল কম্পাস ব্যবহার করে ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁক।পৃষ্ঠা-১১০
১০।রুল কম্পাস ব্যবহার করে ২.৫সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁক।পৃষ্ঠা-১১০