সাকিব বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ BSPA

বিএসপিএ সাকিব আল হাসান কে বাংলাদেশের  ইতিহাসে দেশসেরা ক্রীড়াবিদ নির্বাচিত করলেন


বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ কে হবেন? সাকিব আল হাসান, কাজী মোহাম্মদ সালাহউদ্দিন নাকি নিয়াজ মোর্শেদ? ড্রাইভারের মুখে বারবার নামগুলো উচ্চারিত হলো। অবশেষে সাকিবকে বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের এই সংগঠনটি গত শুক্রবার ৩০ ডিসেম্বর বাংলাদেশের সেরা ১০ ক্রীড়াবিদ বাছাই করেছে। ক্রমানুসারে তারা হলেন সাকিব আল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন, দাবাড়ু গ্রেন্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, ফুটবলার মোনেম মুন্না, বক্সার মোশাররফ হোসেন, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, শুটার আসিফ হোসেন খান, স্প্রিন্টার শাহ আলম, সাঁতারু মোশাররফ হোসেন খান এবং গলফার সিদ্দিক রহমান।


তাছাড়া বিগত বুধবার আইসিসি(ICC) আন্তর্জাতিক T-20 নিজেদের ফেসবুক পেজে সর্বকালের সেরা অলরাউন্ডারের স্কোয়াডে সাকিব আল হাসানকে ৪০৮ পয়েন্ট দিয়ে ৩য় নম্বর অবস্থানে নাম প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন শীর্ষ তালিকায় ছিলেন। 


রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএসপিএ এর ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাকিবকে বাংলাদেশের ইতিহাসে দেশসেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ইমরুল হাসান এবং এআইপিএস এশিয়ার প্রেসিডেন্ট হি-ডং-জং। অনুষ্ঠানে ১০ সাংবাদিককেও পুরস্কৃত করা হয়।

বিএসপিএ সাকিব আল হাসান কে বাংলাদেশের  ইতিহাসে দেশসেরা ক্রীড়াবিদ নির্বাচিত করলেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url