কৈলাশ পর্বতের নিচে অচেনা ও অজানা গুহায় ধ্যানরত অমর ৭ জন ঋষি Om Namah Shivaya
কৈলাস পর্বত পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও অত্যন্ত দুর্গম স্থান । এই পর্বতের উচ্চতা সমুদ্রতট থেকে প্রায় ২২০৬৮ ফুট।
হিমালয়ের উত্তর প্রান্তে তিব্বতে এই কৈলাস পর্বত অবস্থিত। যেহেতু তিব্বত চীনের অধীনে তাই কৈলাস পর্বতও চীনেরই অংশ।
প্রাচীন কাল থেকে এই পর্বতের গুরুত্ব অনেক। হিন্দু ধর্মাবলম্বীদের মতে কৈলাস পর্বতই ভগবান শিবের প্রধান বসবাসস্থল।
জেনে রাখুন➩মার্কিন যুক্তরাষ্ট্রে মাটির নিচেরহস্যময়গুহা Mysterious underground cave in the United States
কৈলাশ পর্বতে অনেক গুহা বিদ্যমান।এদের কোন কোন গুলো দেখা যায় আবার বোঝা যায় না আবার,কোন গুলো বোঝা যায় আর দেখা যায় না। আর এই পর্বতের নিচেই এক গুহা দেখতে পাওয়া যায় যার রহস্য এখনও অজানা ও অচেনা।
আবার, আপনারা কি শুনেছেন এই পর্বতের এই গুহায় ৭ অমর সাধু এখনও তপস্যা ও ধ্যানরত অবস্থায় আছেন।তাঁরা হলেনকাশ্যপ,অত্রি,বশিষ্ঠ,জমদগ্নি,ভরদ্বাজ,বিশ্বামিত্রওগৌতম। আপনি এখানে গেলে "সপ্তঋষি গুহা" দেখতে পাবেন।( "সপ্তঋষি গুহা" )
আর এর ভিতর যাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার।যারা ভগবান শিবের উপর মনে-প্রাণে বিশ্বাস রাখেন শুধুমাত্র তারাই সমস্ত আপদ-বিপদ কাটিয়ে এই গুহায় প্রবেশ করতে পারেন। আর চাক্ষুস দর্শন করেন সেই ৭ অমর ঋষিকে।
কৈলাশ পর্বতের কেন্দ্রে এক কল্পতরু রয়েছে যার গুণ ও চিকিতসা ক্ষেত্রে অনেক কার্যকরী।কৈলাশ পর্বত নিয়ে গবেষনা করতে গিয়ে প্রত্যেক বিজ্ঞানী বলেছেন যেন সবসময় এমন অনুভব হয় কারা যেন নিচে রয়েছেন। বিজ্ঞানীরা এও বলেছেন যে এই জায়গায় প্রকাশ তরঙ্গ ও ধ্বনি তরঙ্গের এক অদ্ভুত সমাগম ঘটে।যার ফলে "ওম" এর প্রতিধ্বণি হয়।