২০২১-২০২২ অর্থ বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি পোর্টালে তথ্য আপডেট করণ
এস.এম মামুন অর রশীদ এইও, ডিপিই সংশ্লিষ্ট সকল প্রধান শিক্ষক মহোদয় গণকে নিম্নোক্ত বিষয়গুলো অধিক গুরুত্বের সাথে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপডেট সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনে হেল্প ডেস্কের সহযোগিতা নিতে পারেন।
উপবৃত্তি পোর্টালে আপডেট এর বিষয়সমূহ
১. বেনিফিসিয়ারির মোবাইল হিসাব নম্বর ইউইও মহোদয়ের আইডি থেকে সংশোধন করা যাবে।
২. বেনিফিসিয়ারির অনুমোদিত তথ্য সংশোধনের ক্ষেত্রে এইউইও মহোদয়ের আইডি থেকে সংশোধন করা যাবে।
৩. নতুন শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৪+ হলেই পোর্টালে এন্ট্রি করা যাবে।
আরো জানুন➪উপবৃত্তি ডাটা এন্ট্রি লিংক
আরো জানুন➪প্রাক- প্রাথমিক শিক্ষা শিশু শিক্ষার মূল ভিত্তি ও চাবিকাঠি
উপরের তথ্য বিষয়ে যে সমস্যা আছে সেগুলো ছক আকারে তালিকা করে এইউইও এবং ইউইও মহোদয়কে পাঠিয়ে কিংবা যোগাযোগ করে তথ্য সংশোধন/আপডেট করতে নিশ্চিত করতে হবে।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের আপডেটকরণ সময়সূচী
০৭ ডিসেম্বর থেকে ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। সে হিসেবে আজ তথ্য আপডেট করার শেষ সময়। এ সময়ের মধ্যে তথ্য আপডেট শেষ করুন।
আরোজানুন➪এডমিশনসিস্টেম-২০২৩X1classadmission admission system -2023
খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের আপডেটকরণ টাইমলাইন
আগামি ০৯ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত তথ্য আপডেট সম্পন্ন করা যাবে।
আমার নিউজ দেখতেগুগল নিউজে অপেক্ষা করুন