কিভাবে বিজ্ঞাপন পরিবেশনে র সীমা সল্যুশন করবো How To Solve A Ad Limit On Google AdSense Account

কিভাবে বিজ্ঞাপন পরিবেশনের সীমা সল্যুশন করবো How To Solve A Ad Limit  On Google AdSense Account

বিজ্ঞাপন পরিবেশনের সীমা সল্যুশন(Ad Limit Solution On  Google AdSenseAccount)

এর জন্য আপনাকে কি করতে হবে বা কি করণীয় খুব জটিল একটা ব্যাপার ! অনেক ব্লগার নানাভাবে বিভিন্ন রকম মতামত সল্যুশন দিয়েছেন। কেউ কেউ বলেছেন সব এডসেন্স এড কোড রিমুভ করতে হবে আবার কেউ কেউ বলেছেন Auto Ad System Off করে রাখতে হবে বা  Auto Ad Coad থিম থেকে রিমুভ করতে হবে।


আবার কেউ কেউ বলেছেন Layout থেকে সব Html/JavaScript Coad রিমুভ করে দিতে হবে । তারা বলেছেন যে,Auto Ad System Off  করতে হবে আর  Layout থেকে সব Html/JavaScript Coad রিমুভ করতে হবে।অত্যন্ত ট্যানশনের কথা তাহলে তো সব পোস্ট থেকে ধরুন ১০০ শত হলে ৪০০ টি এড সরাতে হবে ।


আরোপড়ুন⇨9systems to bring traffic to the website ওয়েবসাইটে ট্রাফিক আনার ৯ টি পদ্ধতি

 আরোপড়ুন⇨যত বেশি ক্লিক তত বেশি ডলার per click so dolar

 আরোপড়ুন⇨ব্লগে কিভাবে বেশি  ট্রাফিক আনবেন Blog traffic 


না গুগল এডসেন্স টিম তা বলেন নি।তাঁরা বলেছেন,আমরা রিসেন্টলি আপনার এডসেন্স একাউন্টে অবৈধ ট্রাফিক এর উদ্বেগ আইডেন্টিফাই করেছি।এজন্য আপনার এডসেন্স একাউন্টে বিজ্ঞাপন পরিবেশন সীমা চালু করেছি। তাঁরা আরো বলেছেন , তাঁরা স্বয়ংক্রিয়ভাবে এই সীমা পর্যালোচনা করে ট্রাফিক নিরীক্ষা শেষে আবার আপডেট করবেন সাধারণত ৩০ দিনের% কম সময়ের মধ্যে।

এজন্য কিছুই করতে হবে না ।যেমন আছে আগের মতই সব ঠিকঠাক রাখতে হবে।আর যদি কোন এড রিমুভ বা সরাতে যান তাহলে আপনার এডসেন্স একাউন্ট টি ডিজেবল বা নিষ্কৃয় করে দিতে পারে ।কারণ তাঁরা আমাদের ব্লগের সর্বময় দেখভাল কর্মকর্তা আর সহায়তা। এজন্য কোন কিছু নড়চড় করার দরকারই পড়ে না। 


তবে হ্যাঁ কথা হচ্ছেআপনার কেন বিজ্ঞাপন পরিবেশনের সীমা এসেছে সেটা আপনার ঘাটাঘাটি করে ব্লগের যা করা দরকার তা অবশ্যই করতে হবে। এর সঠিক কারণ আপনাকে খুঁজে বের করে আপনার ব্লগ সাইটের যে কাজ করা দরকার তাই করতে হবে।যদি আমার মত হয় তাহলে যা করতে হবে। 



প্রিয় স্যার,

অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি যে,আমার wwwbanglatech.blogspot.com ব্লগ সাইট এ এড লিমিট করা হয়েছে ২৪/০৯/২০২২ তারিখে ।এতে আমার কোন দোষ ছিল না। ভিউয়ারদের  কিছু অবৈধ ক্লিক এর কারণে এমনটা হয়েছে ।আমার এ অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে পুনরায় এড চালু করে অর্থ উপার্জনে বাধিত করবেন।

বিনীত নিবেদক ,

wwwbanglatech.blogspot.comএর 

                (ব্লগার)

আমারইমেইলঃuttamkumarroy067@gmail.com


জানি না আমার ভাগ্যে কি আছে ! যদি গুগল এডসেন্স টিম আমার প্রতি সুদৃষ্টি দেন তাহলে হয়তো আমি আগের মত আর্টিকেল লেখার ও কন্টেন্ট দেখানোর সুযোগ পাব।আর আর্থিক ইনকামও করার পথ খুঁজে পাব।আর আপনারাও আমার মত করে গুগল এডসেন্স টীম মহোদয়ের কাছে আকুল আবেদন করে আপনার বিজ্ঞাপন পরিবেশনের সীমা সল্যুশন করে কৃতার্থ হবেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url