ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই
আমরা সাধারণত বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও ডাউনলোড করে থাকি যেমন-ইউটিউব আর ফেসবুক । ইউটিউব থেকে সাধারণত DOWNLOAD LINK থেকে ডাউনলোড করা যায় । কিন্তু ফেসবুক থেকে কিভাবে যে কোন ভিডিও ডাউনলোড করব তা জানা দরকার কারন, আজকাল এই যোগাযোগ মাধ্যম শিশু,কিশোর,যুবক,বয়স্ক সবারই আনন্দ-বিনোদন,প্রচার,তত্ত্ব,তথ্য, খবর,ব্যবসা-বানিজ্য ইত্যাদির মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
আবার এতে বিভিন্ন রকমারি ভিডিও গুলো দর্শকের সামনে উপস্থাপন করা হয়। এই ভিডিওগুলো ডাউনলোড করতে কার না মন চায়। যদিও বা FACEBOOK বা FACEBOOK LITE APP আছে তা থেকে ডাউনলোড করা সম্ভব নয় ।যাতে সহজেই অল্প সময়ের মধ্যেই ডাউনলোড করা যায় এর জন্য আজকের এই আর্টিকেল লেখা।
প্রথমেই আপনাকে FACEBOOK বা FACEBOOK LITE এর এপস এ গিয়ে যে কোন একটি ভিডিও খুঁজুন । এখানে সাধারণত তিনটি অপশন পাবেন 👍like, 👎comment আর ↷share. এই শেয়ার বাটনে ক্লিক করে এই ভিডিও লিংকটি কপি করুন।
আরো জানুন➯বাস্তবেও হাতে কলমে ফেসবুক পেজ তৈরি করে টাকা ইনকাম করুন facebook page
এরপর চলে যাব Chrome ব্রাউজারের Google সার্চ এ । এখানে Fdown লিখে সার্চ করলে প্রথমেই Facebook Video Downloader নামে একটি ওয়েবসাইট পাব।এখানে ক্লিক করলে FDOWN,net এর ডাউনলোড অপশনটি পেয়ে যাব।
এখানে আপনার কপি লিংকটি বসিয়ে দিলে দুটি ডাউনলোড কোয়ালিটি অপশন পাব । Download Video In Normal Quaqlity এবং Download Video In Hd Quaqlity। তবে Hd Quaqlity তে ডাউনলোড করা সবচেয়ে ভাল হয় কারণ এর ভিডিওগুলো অত্যন্ত পরিস্কার। এভাবে আপনি সহজেই ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে যে কোন ভিডিও ডাউনলোড করতে পারেন ।