side rail ads সেটিংস on google adsense by formating
Side rail ads will start serving on wider screens নামে একটি ইমেইল আমরা সবাই হয়তো পেয়েছি।এতে আমার আপনার সবারই সাইটের পোস্টের বাম ও ডান দুই পার্শ্বের এড স্ক্রীনে অটোমেটিকালি এড শো করবে।এডসেন্স অফিসিয়ালি ভাবে থার্ড পার্টি URL এর মাধ্যমে Side rail ads শো করাবেন,তবে স্মার্ট ফোনে না,ডেস্কটপ বা ল্যাপটপ ডিভাইসে।
আমাদের ব্লগারদের ভিউয়ার্স বাড়বে, ইম্প্রেশান বেড়ে যাবে,রেভিনিউ বৃদ্ধি পাবে আর এতে ইনকাম বাড়বে।তাই দেরি না করে গুগল এডসেন্স এপ্রুভাল নিন আর আপনার সব পোস্টের কনটেন্ট ১২০০×১২০০Px করে নিন আর ইউনিক আর্টিকেল লিখুন।
আরো জানুন➪The Google Adsense Team will stat Side rail ads serving on wider screens
এমনও আছেন যে আপনার ব্লগ পেজের একটি পেজে Issue এসেছে যা Crowling করে Serve করতে হয়। এসব পোস্ট ডিলিট করে দিয়ে সাইট থেকে সরিয়ে বা রিমুভ করতে হবে ।আমি কমপক্ষে ২০ টির মত ডিলিট করে দিয়ে রিমুভ করে দিয়েছি।
এখন আসা যাক কিভাবে আপনার সাইটের পোস্টে Side rail ads চালু করবেন। এজন্য এডসেন্স একাউন্ট LOGIN করলে Announcement নামে একটি অপশন আছে আর Notification টি এখানেও তাঁরা দিয়ে দিয়েছেন । আপনিউপরেরডানে Notification বারটি ক্লিক করলে Action বাটনেও তা দেখা যাবে।
আরো জানুন➪ব্লগেট্রাফিক ও অর্গানিক ভিউ বাড়াবো কিভাবে Traffic and Organic View
আবার,Home বাটনের নিচে ADS নামে যে অপশন পাবেন, সেখানেও দেয়া আছে। আপনি ADS অপশনে ক্লিক করলে Side rail ads সেট আপ করতে পারবেন। সোজা কথায়, এই ADS অপশন এ ক্লিক করতে হবে। তারপর ADS এর আন্ডারে By site অপশনে সাইট টি দেখতে পাবেন। আপনার সাইট টি Auto Ads On করা আছে কিনা তা ভালভাবে নিশ্চিত হতে হবে। কারন,এটি Auto Ads এর মাধ্যমে শো করবে। Google Adsense ই আমাদের এই এড শো করান।
এরপর এডিট বা পেন্সিল অপশনে ক্লিক করতে হবে। এতে Ad Setting নামে একটি অপশনের AD Formate টি OFF করে দিয়ে আবার ON করে দিতে হবে। নিচের দিকে স্ক্রলিং করে গেলে দেখবেন Wide Screen ও Side Rails এ দুটো ON করে দিবেন।
আরো জানুন➪ব্লগে কিভাবে বেশি ট্রাফিক আনবেন Blog traffic
তখন এটি ম্যানুয়ালি Uncheck হয়ে যাবে এরপর Apply To Site এ APPLY করে দিয়ে সেভ করে দিবেন দেখবেন আপনার সাইট এর পোস্টে অটোমেটি কালি Side rail ads এড শো শুরু হয়ে গেছে। ফলে আপনার আর্নিং বেড়ে যাবে। এভাবে আপনার ব্লগ সাইটের পোস্টে Side rail ads সেটিং করতে পারেন।