x1class এডমিশন সিস্টেম-২০২৩ X1classadmission admission system -2023

x1class এডমিশন সিস্টেম-২০২৩

আজ ০৮/১২/২০২২ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হল একাদশ শ্রেণিতে ভর্তির  কার্যক্রম। একজন শিক্ষার্থি সর্বনিম্ন ৫টি কলেজে আর সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দমত আবেদন করতে  পারবেন।এজন্য  মেধা ও পছন্দক্রম  অনুসারে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা  হবে। ভর্তির জন্য নম্বর,গ্রেড অনুযায়ী ধাপে ধাপে আবেদন করতে হবে।আর সিটসংখ্যা দেখে সর্বোচ্চ ১০ টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে।


ভর্তির ওয়েব সাইট⇨ http://x1classadmissiongovbd.com


Follow  the link bellow

৮ই ডিসেম্বর ২০২২ তারিখ থেকে একাদশ/সমমান শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন 

শুরু হয়েছে।


আবেদনের কোন তথ্য ভুল করলে ভর্তি বাতিল করা হবে।ভর্তির জন্য নিজস্ব বা অভিভাবকের  কক্টাক্ট নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করা যাবে  আর  তা অলটাইম এ্যাক্টিভ  করে  রাখতে হবে যাতে আপডেট ভর্তির সব খবর-খবর পাওয়া যায়। আর মোবাইল নন্বরের  সিমটি অবশ্যই রেজিষ্ট্রেশন কৃত  হতে হবে।



ভর্তির আবেদনের টাকা রূপালী ব্যাংক ,সোনালীব্যাংক,নগদ,টেলিটক,বিকাশ,সিওরক্যাশ এবং রকেট এর  মাধ্যমে  পরিশোধ করা  যাবে। প্রাথমিক  পর্যায়ে নিশ্চায়নের  জন্য ২২৮টাকা নির্ধারিত  হারে পেমেন্ট করতে হবে। প্রাথমিক নিশ্চায়নের পর আর কোন কলেজে  ভর্তির  জন্য আবেদন পত্র  গ্রহন  করা  হবে  না।

 side rail ads সেটিংস on google adsense by formating

মাইগ্রেশন   সর্বোচ্চ ২  বার হতে পারে  এজন্য পছন্দক্রম উপরের দিকে যাবে নিচের  দিকে নয়।আর মাইগ্রেশনও অটোমেটিকালী নির্ধারিত হবে। তবে  যারা ২০২০,২০২১ ও ২০২২  সালে  এসএসসি   পাস কৃত তারাই  একাদশ  শ্রেণিতে আবেদনের জন্য  যোগ্য বলে বিবেচিত  হবে।


যারা  বিজ্ঞান বিভাগের  তারা বিজ্ঞান,  মানবিক ও  ব্যবসা  শাখায় আবেদন করতে পারবেন।তবে কেউ  যদি ব্যবসা শাখায় আবেদন  করে বা  ভর্তি হয় তাহলে তিনি মাইগ্রেশন করে বিজ্ঞান শাখায় ভর্তি হতে পারেবন  না।  এজন্য তাকে  ব্যবসা  বা মানবিক শাখাতেই ভর্তি হতে হবে। এজন্য  বুঝেসুঝে আবেদন করতে হবে।

 what is software,it's classification and it's work

যারা  ব্যবসা শাখায় তারা মানবিক ও ব্যবসা এই দুই শাখায় আবেদন করতে পারবেন। যারা মানবিক শাখায় তারা মানবিক বিভাগে আবেদন করতে পারবেন কিন্তু বিজ্ঞান ও ব্যবসা শাখায় আবেদন করতে পারবেন না।


যারা মাদ্রাসা শাখায় তারা  সাধারণ লাইনে আবেদন করতে পারবেন।আর সাধারণ লাইন থেকে মাদ্রাসায় যেতে চাইলে আবার নতুন করে আবেদন করতে হবে।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url