সত্যমান ডাঙী উৎসব ভ্রমণ
পুজারীর মন্দির দর্শন
- সত্যমান ডাঙী উৎসব ভ্রমণ।
- কিভাবে যাবেন ?
- কোথায় অবস্থিত ?
কিভাবে যাবেন: দিনাজপুর-সেতাবগঞ্জ মেইন রাস্তায় অবস্থানরত হাট মাধবপুর বাজারে এসে সাইকেল, রিক্সা, অটো, পাগলু,মটরবাইক, ভ্যান, কিংবা পায়ে হেটে যেতে পারেন এই সত্যমান ডাঙী মেলায়। হাট মাধবপুর বাজার থেকে ১ কিলো মিটার পুর্বদিকে গেলেই সত্যমান ঠাকুরের দেখা মিলবে।
দিনাজপুর জেলাধীন বোচাগঞ্জ উপজেলার ৪ নং আটগাঁও ইউনিয়ন পরিষদে অবস্থিত সত্যমান ডাঙী গ্রাম সেতাবগঞ্জ পৌরসভা থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দিনাজপুর-সেতাবগঞ্জ মেই৮ন রোডের প্রায় এক কিলোমিটার (হাট মাধবপুর থেকে) পূর্ব পার্শ্বে অবস্থিত এই সত্যমান ডাঙী গ্রাম। পুরাকালে এর উত্তর -পশ্চিম পার্শ্বে ছোট্ট তুলাই নদীতে ভেসে আসে এই বুদ্ধদেবের মুর্তিটি ।
সেখানকার হৃদয়বান ও হৃদয়মতী হিন্দু নর-নারীগণ তখন থেকে ছোট্ট তুলাই নদীতে ভেসে আসা এই বুদ্ধ মুর্তিটির উপাসনা, প্রার্থনা,পুজা-অর্চনা শুরু করেন।
তাছাড়া ছোট্ট তুলাই নদীর ডাঙীতে এই মুর্তিটি পাওয়া গেছে বলে সেই ঠাকুরের নামানুসারে এই গ্রামের নামকরণ হয় সত্যমান ডাঙী । যা এখন বিশাল আকারে এই দিনে ধর্মীয় মেলা বসে। দেশের বিভিন্ন জায়গা থেকে নিত্য-নতুন রকমারী জিনিস-পত্র, ধর্মীয় পুজা অর্চনার উপকরণ, সামগ্রী, শিশুরখেলনা, রকমারি মিষ্টি, বাতাসা, ভোগ, জিলাপি, ফলমুলের, দোকান বসেছে আজ। যদিও তখন জেনেছি, বুঝেছি যে, এই ঠাকুর সত্যমান ঠাকুর। তবুও তো ঠাকুর মেনেছি।
আসলেই,স্বামী বিবেকানন্দ মহারাজ জীর কথায় বলা যায়-
পুতুল পুজা করে না হিন্দু , কাঠ-মাটি দিয়ে গড়া,মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যাই আত্মহারা।।
এখানে আসলে মিলে যেন শান্তি নামের অমৃতের সুখানুভুতি । মিলে স্নেহাষ্পন্দন আর শ্রদ্ধাস্পন্দন। মিলে স্বর্গীয় সুখের বারতা।