আবারো দেশে করোনার ছোবল



   *নমুণা, শনাক্ত ও আক্রান্তঃ

আজ করোনার নমুণা পরীক্ষা করা  হয়েছে ৬,৯০১ জনের। গত ২৪ ঘন্টায় আবারো করোনায়   আক্রান্ত  হয়েছে ৪৩৩ জন। শুধুমাত্র ঢাকায় শনাক্ত হয়েছে ৩৯৩  জন।  এযাবত  মোট  শনাক্ত  ১৯,৫৫,৪০০জন।

* শনাক্ত শতকরায়ঃ

গত  ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬.১৭%। গতকাল ছিল  ৫.৭৬%।আগের দিন  ছিল ৩.৮৮%।

*মৃত্যুঃ

গত  ২৪ ঘণ্টায় কেউই মারা যায়নি।এ পর্যন্ত মোট মারা গেছে ২৯,১৩১জন।

*মোট সুস্থঃ

১,৯৫,৭১১  জন সুস্থ  হয়েছেন।

আসুন  সবাই  স্বাস্থবিধি মেনে  চলি এবং নিজেকে সুরক্ষিত রাখি।  সবাই কোভিড-১৯  ভ্যাক্সিন   ডোজ   সম্পন্ন করি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url