৬৩-তম আন্তর্জাতিক গণিত আলিম্পিয়াডে বাংলাদেশের ছয় তরুন-তরুনী 63rd International mathematical olympiad

 

আজ বাংলাদেশ সময় বেলা একটায় শতাধিক দেশের শিক্ষার্থীরা আবারও সরাসরি পরীক্ষা দেবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আই.এম.ও)। তিনটি সম্পূর্ণ নতুন গাণিতিক সমস্যা সমাধানের জন্য তারা সময় পাবে সাড়ে চার ঘণ্টা। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাংলাদেশের ছয় খুদে গণিতবিদ। তারা এখন লাল-সবুজ পতাকা নিয়ে নরওয়ের রাজধানী অসলো তে অবস্থান করছে ।

নরও‌য়ের স্থানীয় সময় বেলা তিনটায় উদ্বোধনী আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবা‌রের আ‌য়োজন। এর আগে হো‌টেল থে‌কে সব দ‌লের সদস্যরা ১৫ মি‌নি‌ট হেঁটে উদ্বোধনী ভেন্যুতে যায়। হই হুল্লোড় আর নানান রঙের পোশাকে অসলো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অসলো কনাসার্ট হলে উদ্বোধনী আয়োজনে সবাই হা‌জির হয়। অস‌লোর আকা‌শ বেশ রঙিন ও পরিষ্কার। ঝলমলে মিষ্টি রোদ চারদিকে।
গণিতকে জয় করতে সারা বিশ্ব থেকে শতাধিক খুদে গণিতবিদের আনা গোনায় অনুষ্ঠান স্থ‌লের পুরো প্রাঙ্গণ আনন্দ-উৎসাহে ভরপুর হ‌য়ে ওঠে। নি‌জের দে‌শের পতাকা নি‌য়ে আর অন্য দ‌লের সঙ্গে ছ‌বি তুল‌তে ব্যস্ত ছিল সবাই। ১০৪ টি দেশের ছয় শতাধিক খুদে গণিতবিদ অংশ নি‌চ্ছে এবা‌রের আই.এম.ও তে।

করোনা মহামারির পর এবারই প্রথম সশরীর হচ্ছে অলিম্পিয়াড, যে কারণে সবাই আরও বেশি আনন্দিত ও উদ্বেলিত। এ নিয়ে ১৮ বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে লাল–সবুজ পতাকা উড়ল।


আয়োজনের শুরুতে উদ্বোধনী ভাষণ রাখেন অস‌লো বিশ্ব‌বিদ্যাল‌য়ের রেক্টর স্তভাইন স্তাই‌ন, অসলো সিটির ডেপুটি মেয়র আবদুল্লাহ আলসা‌বেগ, আয়োজনের পৃষ্ঠ‌পোষক প্রতিষ্ঠান একোইন‌রের ভাইস প্রেসিডেন্ট গভর্নমেন্ট রিলেশনস অ্যান্ড পাবলিক এফেয়ার্স ট্রু‌দে মসআই‌দে এবং আইএমও সভাপতি জিওফ স্মিথ।

৬৩-তম আন্তর্জাতিক গণিত আলিম্পিয়াডে বাংলাদেশের ছয় তরুন-তরুনী 63rd International mathematical olympiad


জিওফ স্মিথ বলেন, ‘দীর্ঘদিন পরে আমরা সবাই সরাসরি অলিম্পিয়াডে অংশ গ্রহণ করতে পারছি। আইএমও সব শিক্ষার্থীর জন্য শুধু প্রতিযোগিতাই নয়, এটা একটা নেটওয়ার্কিং করার সুযোগও বটে। এটা তরুণ গণিতবিদদের জন্য উৎসব।

অসলো বিশ্ববিদ্যালয়ের রেক্টর স্তভাইন স্তাইন বলেন, ‘সবাইকে অসলো শহরে আমন্ত্রণ। গণিত কিন্তু মুখের ভাষা নয়, বিজ্ঞানের ভাষা। গণিতকে বুঝতে হলে প্রয়োজন ধৈর্য, প্রয়োজন প্রচেষ্টা। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ আয়োজক সবাইকে অভিনন্দন জানান।
বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০২২ এর নির্বাচিত সদস্যরা হলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এস এম এ নাহিয়ান, ঢাকা নটর ডেম কলেজের মোঃ আশরাফুল ইসলাম ফাহিম, সরকারি আনন্দ মোহন কলেজের তাহজিব হোসেন খান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ দিশা, ঢাকা নটর ডেম কলেজের তাহমিদ হামিম চৌধুরীও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মোঃ ফোয়াদ আল আলম।

উপদল‌নেতা হি‌সে‌বে আছেন সা‌বেক আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সদস্য আসিফ-ই-এলাহী, পর্যবেক্ষক হি‌সে‌বে আছেন তাহনিক নূর সামীন ও আছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া



৮ জুলাই রাতে ঢাকা থেকে রওনা দিয়ে বিমানে ইস্তাম্বুল হয়ে ৯ জুলাই সকালে অসলো এসে পৌঁছায় বাংলা‌দেশ দল। প্রায় ১৫ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে বিমান বন্দর পৌঁছালে আইএম.ওর আ‌য়োজকেরা অভ্যর্থনা জানায়। ‌বিমান বন্দরের আনুষ্ঠা‌নিকতা শেষে বাসে হোটেলে পৌঁছায় দল। বাংলাদেশ দলকে ‌হো‌টে‌লে স্বাগত জানান বাংলা‌দেশ দ‌লের গাইড ফাহ্‌দ নেওয়াজ।

ফাহ্‌দ বাংলা‌দে‌শের ছে‌লে, ঢাকা থে‌কে স্কুল-ক‌লেজ শেষ ক‌রে অস‌লো‌তে এসেছেন। তিনি বর্তমা‌নে অসলো বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তিতে পিএইচডি করেছেন। এর আ‌গ একই বিশ্ব‌বিদ্যালয় থে‌কে অনার্স ও মার্স্টাস ক‌রে‌ছেন। আইএমও চলাকালে ফাহ্‌দ বাংলা‌দেশ দ‌লের প্রয়োজনীয় দেখভাল কর‌বেন। বাংলাদেশের দলনেতা মাহবুব মজুমদার উপদলনেতা, গাইড ও দুই পর্যবেক্ষক ৬ জুলাই এখানে পৌঁছেছেন।



ডাচ্‌-বাংলা ব্যাংকের অধীনে ও প্রথম আলো এর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সমগ্র দেশের ৪১ হাজার ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে থেকে আই.এম.ও এর জন্য ফটোসেশান এই ৬ জন শিক্ষার্থীকে নির্বাচন করেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url