মার্কিন মনোবিজ্ঞানী বেঞ্জামিন ব্লুম এর উদ্ভাবিত শিখনের তিনটি স্তর Benjamin Bloom
১.Cognitive Domain (জ্ঞানমূলক বা মননশীল ক্ষেত্র)
২. Affective Domain (আবেগমূলক বা অনুভূতিমূলক ক্ষেত্র)
৩.Psychomotor Domain(মনোপেশীজ ক্ষেত্র)
Cognitive Domain এর আবার ৬টি Sub-Domain রয়েছে । যেমনঃ
১.Knowledge Sub-Domain (জ্ঞানমূলক উপ ক্ষেত্র )
২.Understanding Sub-Domain (অনুধাবনমূলক উপ ক্ষেত্র)
৩.Application Sub -Domain(প্রয়োগমূলক উপ ক্ষেত্র )
১,২,৩--------প্রাথমিক স্তরের জন্য।
৪.Analysis Sub-Domain(বিশ্লেষণমূলক উপ ক্ষেত্র)
৫.Synthesis Sub-Domain(সংশ্লেষণমূলক উপ ক্ষেত্র)
৬.Evaluation Sub-Domain(মূল্যায়নমূলক উপ ক্ষেত্র )
৪,৫,৬--------উচ্চতর দক্ষতা মাধ্যমিক , মাধ্যমিক ও উচ্চতর স্তরের জন্য।