৪৫ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশিত হতে পারে

বিসিএস প্রার্থীদের জন্য খুব ভাল খবর । এ বছর অনুষ্টিত হবে নতুন একটি বিসিএস পরীক্ষা ।এটি হবে ৪৫তম সাধারণ বিসিএস । বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য সম্ভাব্য দিন,ক্ষণ,তারিখ নির্ধারণ করে সরকারি কর্ম কমিশন বা পিএসসি বলছেন যে, আবেদনকারীদের বা প্রার্থীদের বয়স বিবেচনা করে আসন্ন নভেম্বরে ৪৫ তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। পদের সংখ্যার ব্যাপারে বিস্তারিত তেমন কোন কিছুই জানা যায় নি। তবে জন প্রশাসন সুত্রে জানা যায় যে, পদের সংখ্যা বাড়তে পারে।
বিসিএস এ অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন যে, বর্তমান বছরের নভেম্বর মাসের শেষে তাঁর সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হবে। পূর্বেও কয়েকটি বিসিএস পরীক্ষা দিয়ে আসছি কিন্তু চাকরির বয়স শেষ হওয়ায় যদি আরেকটি বিসিএস পরীক্ষা দিতে পারি, তাহলে আমি খুব ভালো মনে করতাম ।
তাছাড়া আমার প্রস্তুতিও ভালো, আমার বিশ্বাস আছে যে , শেষ বিসিএস এ আমি সম্মান জনক একটি অবস্থান করে নিয়ে নিজেকে যোগ্য প্রমাণিত করে একটি সম্মান জনক চাকরি পাব । তিনি আরও বলেন যে , তাঁর মতো অনেকেই আছেন যাঁদের চাকরির বয়স এ বছরে শেষ হয়ে যাবে । সবার বয়সের কথা বিবেচনা করে পিএসসি এর আন্ডারে ৪৫তম বিসিএস এর নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করলে চাকরি প্রার্থীগণ অনেক উপকৃত হব ।
আরো দেখুন⇒চাকরির ব্যতিক্রম ধর্মী সাহিত্যিক প্রশ্ন
ঢাকা কলেজ এর শিক্ষার্থী মো. আনিস বলেন যে ,এ বছর তাঁর স্নাতক চূড়ান্ত পরীক্ষা শেষ হবে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি বিসিএসে আবেদনের সুযোগ পেলে সেটি তাঁর জন্য খুবই ভালো হবে। তিন পিএসসি কে বিষয়টি বিবেচনায় আনার জন্য অনুরোধ জানান ।
বিগত বছরের ৩০ নভেম্বরে ৪৪তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় । ৪৪ তম বিসিএস এর বিজ্ঞপ্তিতে বলা হয়ে যে , এই বিসিএস এর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
বর্তমান বছরের ২২ জুন বিকেলে পিএসসি ৪৪তম বিসিএস এর ফলাফল প্রকাশিত হয় । ৪৪ তম বিসিএস পরীক্ষায় এ মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। ২ লাখ ৭৬ হাজার ৭৬০ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহন করেন। বর্তমান বছরের ২৭ মে ৪৪তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন।
এই প্রার্থীগণই আবার লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। প্রার্থীগণ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রের অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন।
এই প্রার্থীগণই আবার লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। প্রার্থীগণ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রের অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন।