ফ্যামিনা মিস ইন্ডিয়া অব কর্ণাটক-২০২২Femina Miss India

Femina Miss India
 
সিনি শেঠির মিস ইন্ডিয়া ২০২২ এর মুকুট জয় এর ইতিহাস

ভারতের কর্ণাটকের সিনি শেঠি মিস ইন্ডিয়া ২০২২ এর মুকুট জিতে ভারতে হৈ হৈ কান্ড গড়ে তুললেন। বিগত রবিবার ০৩/০৬/২০২২ তারিখ সন্ধ্যায় মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টার হলে আয়োজিত হয়েছিল ফ্যামিনা মিস ইন্ডিয়া
২০২২ এর ফিনেল ইভেন্ট । সিনি শেঠি ৩১ জনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে নেন ফ্যামিনা মিস ইন্ডিয়া ২০২২ এর বিজয়ী মুকুট।
 Femina Miss India
রানার্স আপ রাজস্থানের রুবাল শিখাওয়াত এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন শেনেটা চৌহান। এছাড়া মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, কৃতি স্যালন, মনীশ পল, রাজকুমার রাও এবং ডিনো মারিয়ার মত মুম্বাই সেলিব্রিটিরাও গ্রান্ড ফিনেল ইভেন্টে অংশ নেন।
 

Femina Miss India


যদিও সেনি শেঠি কর্ণাটকের বাসিন্দা কিন্তু তিনি পড়াশুনা করেছেন মুম্বাইতে। তিনি একাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

তিনি চার বছর বয়স থেকে নৃত্য শুরু করেন। ১৪ বছর বয়সেই আরঙ্গেট্রাম এবং ভারত নাট্যম নৃত্য আয়ত্ব করে ফেলেন। তিনি একুশ বছর বয়সে তাঁর সৌন্দর্য দেখিয়ে ও দ্রুত উত্তর দিয়ে বিচারক মহোদয়ের মন জয় করে মিস ইন্ডিয়া ২০২২ খেতাব অর্জন করেন।

 

Femina Miss India

এছাড়া তাঁর সুন্দর ফিগার,গ্ল্যামার্স,তীক্ষ মুখীর আদল আর উপস্থিত বুদ্ধি তাঁকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে সাহায্য করে। তিনি এর আগে মডেলিং করতেন এবং তাঁকে বেশ কিছু বড় বড় বিজ্ঞাপনেও দক্ষিণী সুন্দরী রূপে দেখা গিয়েছিল।

তিনি সোস্যাল মিডিয়ায় বেশ মনোযোগী ও আগ্রহী ছিলেন। তাঁর ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল ৭০ হাজারেরও বেশি।তাঁর ইন্সটাগ্রাম ছিল তাঁর গ্ল্যামার্স ছবিতে ভরপুর। 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url