এসএসসি পরীক্ষা ১৫ ই সেপ্টেম্বর SSC examination

আবার, করোনার সাব ভ্যারিয়েন্ট BA.5 কোনভাবেই চিকিৎসা মানছে না, বরং দিন দিন আক্রমণ করছেই আবার মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
তাছাড়া, আগষ্টের মাঝামাঝি সময়ে একটি বন্যা পরিস্থিতির আশংকা থাকায় এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছেনা বলেও জানান শিক্ষা মন্ত্রণালয় । এই পরীক্ষাটি ১৯ শে জুন থেকে ০৬ জুলাই নেওয়ার কথা ছিল
কিন্তু সিলেট ও সুনামগঞ্জের বন্যার খারাপ পরিস্থিতির কারণে আর পরীক্ষার্থী-পরীক্ষার্থিনীদের জীবনের অসুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
তাই মন্ত্রণালয় ২০২২ সালের ১৫ ই সেপ্টেম্বরে এস.এস.সি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন।এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী।