ক্যালকুলেটর আবিষ্কারের ইতিহাস History Of Calculator Inventor

The History Of Calculatar Inventor

টমাস ফুলার হচ্ছেন একজন আফ্রিকান দাস। তিনি ১৭২৪ সালে ১৪ বছর বয়সে দাসত্ব প্রথা অনুযায়ী বিক্রি হয়েছিলেন।


গনিতে তার ছিল অসাধারণ পান্ডিত্য যে কারনে কখনো কখনো সে "ভার্জিনিয়ার ক্যালকুলেটর" নামেই মানুষের কাছে অধিক পরিচিতি পেত। তার মাথায় ছিল জটিল গণিত সমস্যা সমাধান করার অসাধারণ ক্ষমতা।
তাঁকে প্রশ্ন জিজ্ঞাসা করা হল যে দেড় বছরে কত সেকেন্ড হয়, তিনি প্রায় দুই মিনিটের মধ্যে উত্তর দেন, ৪,৭৩০,৪০০,০৪৭।

আরো জানুন⇨WristChat কি whats app এর মতই


আবার তাঁকে করা হল যে ৭০ বছর ১৭ দিন ১২ ঘন্টা বয়সে একজন মানুষ মারা গেল সে তখন মোট কত সেকেন্ড বেঁচে ছিলেন? কৃতদাসটি দেড় মিনিটে উত্তর দেন ২,২১০,৫০০,৮০০।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url