কাতার বিশ্বকাপে প্রকাশ্যে মদ্যপ আচরণ বা মাতলামি করলে ব্যবস্থা
কাতার বিশ্বকাপ ফুটবলে প্রকাশ্যে মদ্যপানে কোন বাঁধা না থাকলেও প্রকাশ্যে মদ্যপ আচরণ বা মাতলামি করলে তাকে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট জোন বা এলাকায় এমন ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ কমিটির আয়োজক ।
২০২২ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কে কে স্টেজে পারফর্ম করবেন তা এখনও নিশ্চিত করে জানা যায় নি, তবে স্পেনিস গণমাধ্যমে শাকিরা, ডুয়ালিপাএবং কোরিয়ান ব্যান্ড বিটিএস এর নাম শোনা যায়।
আবার এদিকে যদিও রাশিয়া-ইউক্রেন এর অস্থিরতা ও বৈষ্ণিক পরিস্থিতি উষ্ণ ও টালমাটাল তবুও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার এর রাজা আমীর তামিম বিন হামাদ আল সানি।
বিস্তারিত জেনে রাখুন
বিশ্বকাপ আয়োজন এর দায়িত্ব নেওয়া সহজ কথা নয়। আর এজন্য অনান্য দেশগুলোর সমালোচনাও পোহাতে হয়েছে কাতারকে। তবুও রাশিয়ার সমর্থন ও পাশে থাকার জন্য কাতারের রাজা আমীর তামিম বিন হামাদ আল সানি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের এরকম দেশে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় শুভকামনা ও শুভেচছা জানিয়েছেন।