টি-২০ তে স্কোয়াড পরিবর্তন খবর T-20 World Cup Cricket

টি-২০ তে স্কোয়াড পরিবর্তন খবর T-20 World Cup Cricket

টিম ম্যানেজম্যান্ট T-20  বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট স্কোয়াড পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।তবে বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন দুই সপ্তাহ আগে ।এখন কি তবে আবার পরিবর্তন। তবে শরিফুল ইসলাম স্ট্যান্ড বাই তালিকায় থাকার পরও খেলার সুযোগ পান।স্ট্যান্ড বাই তালিকায় আরো রয়েছেন রিশাদ হোসেন ,শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার। 


তবে ১৫ সদস্যের দলে কি কোন পরিবর্তন হতে পারে। তবে শরিফুল ইসলাম দলে অন্তর্ভুক্ত হতে খুবই আশাবাদী।তবে বিসিবি সভাপতি জনাব নাজমুল হাসান পাপন বলেন যে ,তাঁরা এখন শুধু ট্রায়াল দিচ্ছেন।তিনি আরো বলেন যে, নিউজিল্যান্ডের তিন জাতি সিরিজের পরই তা চূড়ান্ত হবে বলে জানা যায়।তবে বাংলাদেশ ক্রিকেট দলে একাধিক পরিবর্তন   আসতে পারে বলে ক্রিয়েট পাড়ায় গুঞ্জন শোনা যায়। 


ক্রিয়েট পাড়ায় গুঞ্জন উঠেছে দুই ম্যাচে ব্যর্থ সাব্বির রহমান আর অল রাউন্ডার শাইফুদ্দীন এর ফিটনেসে নাকি সন্তুষ্ট নয় বলে জানান টিম ম্যানেজম্যান্ট। এদের জায়গায় শরিফুল ইসলাম ও সৌম্য সরকার  আসতে পারেন। 


আইসিসি ম্যানুয়ালে দলে যদিও পরিবর্তন আনার সুযোগ রয়েছে  আর সুপার ১২ এ খেলা দল ১৫ অক্টোবর পর্যন্ত যে কোন পরিবর্তনও আনতে পারবে। এজন্য আইসিসি এর অনুমোদনের কোন প্রয়োজন হবে না।আর যদি ১৫ অক্টোবরের পর দলের পরিবর্তন আনতে হয় সেজন্য আইসিসি  টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। এজন্য কার ভাগ্যে   T-20  বিশ্বকাপে খেলার সুযোগ  আছে সেটাই ভাববার বিষয়।

আরো জানুন⇨ফিফা বিশ্বকাপ ফুটবল ,কাতার-২০২২


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url