নেপালের মানাসলু বেস ক্যাম্পে ভয়ঙ্কর তুষারধস Avalanche Base Camp of Manaslu Mountain

নেপালের মানাসলুর বেস ক্যাম্পে ভয়ঙ্কর তুষারধস  Avalanche Base Camp of Manaslu Mountain


নেপালের মানাসলু বেস ক্যাম্পে ভয়ঙ্কর তুষারধস ! নিখোঁজ কমপক্ষে ৫০ কেদারনাথ মন্দিরের পিছনে ভয়ঙ্কর তুষারধস ধস হয়েছে যা দেখে চমকে ওঠার মত।  নেপালের মানাসলু পর্বতে বিশাল তুষারধস ! নিখোঁজ বহু পর্বতারোহী এবং শেরপা ৷ 

বেস ক্যাম্পের বেশ কয়েকটি তাঁবু এখন বরফের তলায় ঢাকা পড়েছে বলে নিউজ সূত্রে জানা যায়।,এর ফলে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও রয়েছে ৷ কমপক্ষে ৫০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে ৷ হেলিকপ্টারে করে উদ্ধারের কাজের জন্য সদা প্রস্তুত হচ্ছে উদ্ধারকারী দল ৷



জেনেনিন⇨দুর্গাপূজার ইতিহাস,উৎসব,আচার,অনুষ্ঠানও তারিখ

জেনেনিন⇨মার্কিন যুক্তরাষ্ট্রে মাটির নিচে রহস্যময় গুহা  

জেনেনিন⇨আটলান্টিক মহাসাগর কি রহস্যময়  


মানাসলুর বেস ক্যাম্পে ৩০টি তাঁবু তুষার ধসের কবলে পড়ে । তাছাড়া কদিন আগেই এই মানাসলু শৃঙ্গ জয় করে ফিরে আসার পর পথে নিখোঁজ হন প্রখ্যাত মার্কি স্কি পর্বতারোহী হিলারি নেলসন। মার্কিন পর্বতারোহীর নিখোঁজের খবর জানিয়েছিলেন নেপালের পর্বত অভিযান সংগঠনের কর্তারা। 


তাঁর (হিলারি নেলসন) নিখোঁজ হওয়ার দিনে পর্বতের চূড়ায় তুষারধসে মৃত্যু হয় এক নেপালি পর্বতারোহীরও। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভয়ঙ্কর তুষারধসে মানসলু পর্বতে বহ পর্বতারোহী নিখোঁজ ৷ 


তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মাউন্ট মানাসলু পৃথিবীতে অষ্টম উচ্চতম শৃঙ্গ এবং সবচেয়ে বিপজ্জনক পঞ্চম শৃঙ্গ হিসাবেই এর পরিচিতি।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url