ফেসবুকে কিভাবে স্টেটাস ভিডিও পোস্ট করবেন Facebook Status Video

ফেসবুকে কিভাবে  স্টেটাস ভিডিও  পোস্ট করবেন Facebook Status Video

ফেসবুকে বিভিন্নজন বিভিন্নভাবে স্টেটাস দিয়ে থাকেন। অনেকে সেলফি,পোজ,শ্যুট,ভিডিও আপলোডও দিয়ে থাকেন কিন্তু মনের মত না হলে LKE,COMMENT আর VIEW খুবই  কঠিন হয়ে দাঁড়ায় । ফলে পোস্টটি ব্যর্থ হয়ে যায়।


তাই  আজকে আমার খুব ছোট্ট এক আলোচনায় এডিটিং, সেটিং  সব  বুঝে পোস্ট দিতে  পারবেন যা আগে  কখনো জানেন  নি বা শিখেন  নি।তাই  ভালভাবে  বুঝে   শিখে  নিয়ে পোস্ট দিন।নিচে আমার একটি সেম্পল ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিন।



প্রথমে আপনি আপনার এন্ড্রয়েড স্মার্টফোন মোবাইলের ফেসবুক আইডি তে চলে যান।এখন সচরাচর   আপনি  যেভাবে  পোস্ট দেন  সেভাবে পোস্টের জন্য  ক্লিক করুন।এখন  এডিট অপশনে ক্লিক  করুন।উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন  MUSIC নামে   একটি অপশন।এখানে ক্লিক করলে অনেক  অডিও গান চলে  আসবে। যেটিতে  Lyrics লেখা  থাকবে সেটি সিলেক্ট করে DONE  অপশনে ক্লিক  করলে আপনার কাজ হয়ে যাবে।

এজন্য আপনাকে আপনার পছন্দ মত  ও ছবির এক্সপ্রেশান   অনুযায়ী মিউজিক সেট  করলে অডিও সহ আপনার পছন্দের ভিডিও টি শো  করবে  আর দেখতেও ভারি  সুন্দর লাগবে।আর আপনার স্টেটাস  এর  জন্য সুন্দর একটা কাজ  হয়ে  যাবে।   

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url