প্রাথমিকের শীতকালীন অবকাশ ছুটি বাতিল তবে ২৩,২৪ ও২৫ ডিসেম্বর বিদ্যালয় ছুটি থাকছে rkubanglatech
গণপ্রজাতন্ত্রীবাংলাদেশসরকারের অধিভুক্ত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা ও সহকারী পরিচালক নাসরিন সুলতানা প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ ছুটিতে জানিয়েছেন যে,
আগামি ৩০ ডিসেম্বর তারিখের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ,ডিআর গ্রহন,২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থিদের বই বিতরণ কার্যক্রম,বই বিররণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের ৩য় প্রান্তিক মূল্যায়ণ ও ফলাফল প্রকাশের কারণে শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হল।
তবে যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর ) ছুটি বহাল রেখেছেন।তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ২৩,২৪ ও ২৫ ( শুক্রবার,শনিবার ও রবিবার ) একাধারে ছুটি থাকছে।