গত ত্রিশ বছর ধরে ইঁদুর ধরেন আনোয়ার হোসেন
ইঁদুর ধরাই ছিল আনোয়ার হোসেনের একমাত্র শখ
ছোটবেলায় আনোয়ার ইঁদুরের গর্ত থেকে ধান বের করে খাওয়ার ইচ্ছায় ইঁদুর ধরতেন, পরে সেটাই হয়ে ওঠে তার জীবিকার উপায়।
গত ত্রিশ বছর ধরে আনোয়ার হোসেন জয়পুর হাটের আক্কেলপুর ও এর আশপাশের উপজেলায় ফসলের ক্ষেত থেকে ইঁদুর ধরছেন। এক সময় শখের মতো।
ইঁদুর ধরে কৃষি অফিসে লেজ জমা দিয়ে গম পাওয়া যায় তা তিনি পেশা হিসেবে নেন।গত ত্রিশ বছর ধরে ইঁদুর ধরা এখন তার আসল নাম মোহাম্মদ আনোয়ার হোসেন থেকে ইঁদুর আনোয়ার নামেই বেশি পরিচিত।
আনোয়ার হোসেন প্রতি বছর প্রায় পাঁচ থেকে সাত হাজার ইঁদুর মারেন। ইঁদুর নিধন করে ফসল রক্ষায় অবদানের জন্য তিনি কৃষি বিভাগ কর্তৃক পুরস্কৃতও হয়েছেন।
আনোয়ার হোসেনের ইঁদুর ধরার কৌশল ও বিস্তারিত জানতে জয়পুরহাটে যান শাহনেওয়াজ রকি।
বিবিসির প্রতিনিধি-শাহনেওয়াজ রকি