সংযুক্ত আরব আমিরাতের দেবাঞ্জলি কামস্ত্রা মিসেস আর্থ ২০২৩ মুকুট জিতেছেন

ত্রাছবি-সংগৃহিত

পরিবেশ কেন্দ্রিক সুন্দরী প্রতিযোগিতা ৩৬ বছর বয়সী এ লাস্যময়ী মডেল প্রতিযোগিতায় ৪৫ সুন্দরীকে পেছনে ফেলে শিরোপা জিতেছেন ৩৬ বছর বয়সী এই মডেল। সুন্দরী প্রতিযোগিতা মিসেস আর্থ ২০২৩ -এ অংশ নেয়ার আগে মিসেস ইউএই ও মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন দেবাঞ্জলি।



তবে সে দুই প্রতিযোগিতায় সেরার মুকুট জয় করতে পারেননি তিনি। কিন্তু মিসেস আমেরিকা,শ্যালিন ফোর্ডের মতো লোভনীয় প্রতিযোগিতায় মুকুট জিতেছিলেন তিনি।সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর দেবাঞ্জলি তার ইনস্টাগ্রামে জানান, যেসব প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছিলেন সে ব্যর্থতাই সেরা হওয়ার খিদে তার বাড়িয়ে দিয়েছিল। আর সেসব ব্যর্থতার অভিজ্ঞতাই কাজে লাগিয়ে মিসেস আর্থ- এর সেরার মুকুট জিতেছেন তিনি।


বিজয়ী এ সুন্দরী রূপের পাশাপাশি গুণেও অনন্য। আর্কিটেকচার বিষয়ে পড়াশুনা শেষ করেন তিনি। তাই মডেল সুন্দরীর পাশাপাশি তিনি একজন স্থপতিও। মিসেস আর্থ-২০২৩ দেবাঞ্জলি একজন ব্যবসায়ীও। ১০ বছর আগে একজন ব্যবসায়ী হিসেবে নাম লেখান তিনি। ব্যবসায়ী হিসেবে দুবাইতে প্রথম ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা শুরু করেন দেবাঞ্জলি কামস্ত্রা। 
সূত্র: আরব নিউজ

IN ENGLISH VERSION:
Devanjali Kamstra of UAE has won the Mrs. Earth 2023 crown for the environment-focused beauty pageant. The 36-year-old model beat 45 beauties to win the title in the 36-year-old beauty pageant. Devanjali also participated in Mrs. UAE and Mrs. World pageants before participating in the Mrs. Earth 2023 pageant.

But he could not win the crown of best in those two competitions. But she won the crown in the coveted pageant like Mrs. America, Shailene Ford. Also Read: Shakib-Apu Divorce Sensational Information! After winning the beauty pageant, Devanjali shared on her Instagram that the failures in the pageants she had failed in fueled her hunger to be the best. And using those experiences of failure, she won the crown of the best of Mrs. Earth.

The winner is unique in its beautiful form as well as its quality. He completed his studies in architecture. So apart from model beauty she is also an architect. Read more: The story of Johnny Depp's family breakup is now on the screen! Mrs. Earth-2023 Devanjali is also a businesswoman. He registered as a businessman 10 years ago. Devanjali Kamstra started his first interior design business in Dubai as a businessman.
Source: Arab News
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url