নির্মিত দুবাই এর বুর্জ বিনঘাটি হবে বিশ্বের উঁচু রেসিডেন্সিয়াল বা আবাসিক বিল্ডিং(বা ভবন)-Dubai-Burj-Binghatti

নির্মিত দুবাইর-বুর্জ বিনঘাটি হবে বিশ্বের উঁচু রেসিডেন্সিয়াল বা আবাসিক বিল্ডিং(বা ভবন)

Table Of Content 

  • বিশ্বের সবচেয়ে উঁচু গগনচুম্বী বিল্ডিং বা ভবন কোথায় অবস্থিত ? 
  • বিশ্বের উঁচু রেসিডেন্সিয়াল বা আবাসিক বিল্ডিং(বা ভবন)কোনটি এবং কোথায় অবস্থিত  ?
  • বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন কত তলা ও উচ্চতা কত ?
  • বুর্জ বিনঘাটি কে বা কোন প্রতিষ্ঠান নির্মান করবে ?
  •  বুর্জ বিনঘাটি রেসিডেন্সিয়াল বা আবাসিক বিল্ডিং এর অব কাঠামোগত বৈশিষ্ট্য কেমন ?
  • বুর্জ বিনঘাটি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হওয়ার কারণ ?


বিশ্বের সবচেয়ে উঁচু গগনচুম্বী বিল্ডিং বা ভবনঃসংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর  শুধু বর্তমান বিশ্বের আধুনিক এবং বিলাশ বহুল স্বপ্নময় শহরই নয়, বরং দুবাই হলো বর্তমান বিশ্বের অদ্বিতীয় বানিজ্য কেন্দ্রস্থল আবার একদিকে বিশ্বের সবচেয়ে উচূ গগনচুম্বী বিল্ডিং বা ভবন এর শহর।এখানে শুধু প্রথম সেভেন স্টার হোটেল কিংবা বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম দ্বীপ পাম জুমেইরাহ ই তৈরী করেনি, বরং একের পর এক মেগা প্রজেক্ট উন্মোচন করে বিশ্বকে এক প্রকার তাক লাগিয়ে দিচ্ছে।


বুর্জ খলিফা নির্মাণ শুরু হয় ২০০৪ সালে এবং এটি ২০১০ সালে তৈরির কাজ শেষ হয়।এখনো বুর্জ খলিফা সমগ্র বিশ্বের সর্বোচ্চ উঁচূ স্থাপনা, অর্থাৎ বিগত ১৪ বছরেও দুবাইকে টেক্কা দিয়ে বিশ্বের আর কোন দেশ বুর্জ খলিফার চেয়ে উচূ ভবন নির্মান করতে পারেনি।


বিশ্বের উঁচু রেসিডেন্সিয়াল বা আবাসিক বিল্ডিং বা ভবনঃ এবার দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ উচূ রেসিডেন্সিয়াল ভবন।দুবাইয়ের সর্বোচ্চ উচূ রেসিডেন্সিয়াল আবাসনের নাম রাখা হবে বুর্জ বিনঘাটি, কিন্তু মজার ব্যাপার হলো, যে কোম্পানি বিনঘাটি নির্মান করছে, সেই কোম্পানির নামও বিনঘাটি, শুধু তাই নয়, বিনঘাটি কোম্পানির কর্নধার বা প্রেসিডেন্টের নামও বিনঘাটি।


বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন কত তলা ও উচ্চতাঃএক কথায় বলতে গেলে বিনঘাটি কোম্পানির প্রেসিডেন্ট “হোসাইন বিনঘাটি” নিজের নামকেই একটা ব্রান্ড হিসেবে বানিয়ে ফেলেছেন, বিশ্বের সর্বোচ্চ উচূ আকাশ চুম্বি রেসিডেন্সিয়াল আবাসনের নাম বিনঘাটি রেখে এবার সেই ব্রান্ডকে বিশ্ব দরবারে আরো উচূতে নিয়ে যাবে।এমনকি বিনঘাটি বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন সিটিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ১০২ তলা বিশিষ্ট আবাসিক ভবন সেন্ট্রাল পার্কের ৪৭২ মিটার উচ্চতাকেও ছাড়িয়ে যাবে বলে জানা যায়।

বুর্জ বিনঘাটির নির্মাতাঃবিনঘাটির প্রেসিডেন্ট হুসেইন বিনঘাটির নামানুসারেই বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনটি নির্মিত হচ্ছে। বিনঘাটি বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনে স্থান করে নেবে বলে বিশ্বাস।এই রেসিডেন্সিয়াল আবাসিক ভবনটি ১০২ তলা বিশিষ্ট হবে। 


বুর্জ বিনঘাটির নির্মাতা প্রতিষ্ঠানঃ দুবাইয়ের আবাসন খাত প্রতিষ্ঠান ‘‘বিনঘাটি’’ (BINGHATTI) এবং জুয়েলারি ও ঘড়ি ব্র্যান্ড ‘‘জ্যাকব অ্যান্ড কো.’’ (JACOB & CO) যৌথভাবে বিশ্বের সবচেয়ে উচু রেসিডেন্সিয়াল ভবন ‘‘বিনঘাটি’’ (BINGHATTI) তৈরী করার বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে।


বুর্জ বিনঘাটি এর অব কাঠামোগত বৈশিষ্ট্যঃবিশাল এ ভবনে বসবাসকারী নাগরিকদের থাকবে আলাদা গাড়ি রাখার ব্যবস্থা, দেহরক্ষী আর থাকবে ব্যক্তিগত সেভ।তাদের জন্য থাকবে বিশেষভাবে নির্মিত সুইমিং পুল, লাউঞ্চ  আর বিনোদনের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এর এক একটি এপার্টমেন্টে ৫টি লেভেল থাকবে।প্রতিটি এপার্টমেন্টে যাঁকজমক ও অত্যাধুনিক সুব্যবস্থা থাকবে। প্রতিটি এপার্ট্মেন্টে একটি করে বেলকনি থাকবে যাতে করে সেখানে দাঁড়িয়ে দুবাই শহরের বুর্জ  খলিফা,বুর্জ আল আরব আর পাম জুমেইরা এর এয়ার ভিউ উপভোগ্য হবে। 


বুর্জ বিনঘাটি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হওয়ার কারণঃনকশা অনুযায়ী,সবচেয়ে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন দেখতে লাগবে এর উপরে বসানো এক বিশেষ মুকুটের উজ্জ্বলতায়। মুকুটিতে ব্যবহার করা হবে চূড়া যা হিরার মত দেখতে এক ধরণের বিশেষ পাথর। এই পাথরগুলো ভবনটির সৌন্দর্য বাড়াতে এক বিশেষ ভুমিকা রাখবে। আন্তর্জাতিক ম্যাগাজিন ও বিশ্বের স্থাপত্য প্রতিষ্ঠান গুলো বিনঘাটি উঁচু আবাসিক ভবনকে "হাইপার টাওয়ার" হিসেবেও আখ্যায়িত করেছেন।



বিনঘাটিতে যারা বসবাস করবে, তারা থাকবে এক রকম ভাসমান মেঘের রাজ্যে,অকল্পনীয় হলেও সত্য ঘটনা! আপনি মেঘের মাঝে বসবাস করবেন, আপনার চার পাশে শুভ্র মেঘ ভেসে বেড়াবে, আবার কখনো বা মেঘগুচ্ছকে ছাপিয়ে নীল আকাশ দেখা যাবে।


Dubai Burj Binghatti will be the tallest residential building(s) in the world.

Table Of Contents
  • Where is the tallest skyscraper in the world?
  • Which and where is the tallest residential building (or buildings) in the world?
  • Currently, the tallest residential building in the world is how many floors and how many meters high?
  • Who or what organization will build Burj Binghatti?
  • What are the structural characteristics of Burj Binghatti residential or residential building?
  • Why is Burj Binghatti attractive and beautiful ?

The world's tallest skyscraper or building: The city of Dubai in the United Arab Emirates is not only the modern and luxurious dream city of the world, but Dubai is the unique commercial center of the world and on the one hand, it is the city of the tallest skyscraper building or building in the world. There is only the first seven star hotel or the world's tallest building. Palm Jumeirah, the largest artificial island, was not built, but by unveiling one mega project one after another, it is making the world stand up. The construction of Burj Khalifa started in 2004 and it was completed in 2010.Burj Khalifa is still the tallest building in the world, that is, in the last 14 years, no other country in the world has built a higher building than Burj Khalifa.

The world's tallest residential or residential building or building: Now the tallest residential building in the world is being built in Dubai. The tallest residential building in Dubai will be named Burj Binghatti, but the interesting thing is that the company that is building Binghatti is also named Binghati, not only that, Binghatti The name of Karandhar or President of the company is also Binghatti.
What is the height and floor of the world's tallest building: In a word, the president of Binghatti company "Hossain Binghatti" has made his name as a brand, the world's tallest skyscraper residential accommodation will be named Binghati and will take the brand to a higher level in the world. Even Binghatti is the current US It is known that the world's tallest 102-story residential building located in Manhattan City, New York, USA will exceed the height of 472 meters in Central Park.
Builder of Burj Binghatti: The world's tallest residential building is being built after the name of Hussain Binghatti, President of Binghatti. Binghatti is believed to be the tallest residential building in the world. This residential building will have 102 floors. Builders of Burj Binghatti: Dubai's housing sector company "BINGHATTI" and jewelry and watch brand "JACOB & CO" have jointly built the world's tallest residential building "BINGHATTI". A huge project has been undertaken. Infrastructural features of Burj Binghatti: Citizens living in this huge building will have separate car parking facilities, bodyguards and personal safes. There will be specially built swimming pools, lounges and state-of-the-art facilities for entertainment. Each apartment will have 5 levels. Each apartment will have grandeur and state-of-the-art amenities. Each apartment will have a balcony where you can enjoy the aerial view of Burj Khalifa, Burj Al Arab and Palm Jumeirah. Reasons why Burj Binghatti is attractive and spectacular: According to the design, the most attractive and spectacular look will be the brilliance of a special crown placed on top of it. The crown will be topped with a special stone that looks like a diamond. These stones will play a special role in enhancing the beauty of the building. International magazines and world architecture institutions have also termed Binghati high-rise residential buildings as "hyper towers". Those who will live in Binghatti, they will be in a state of floating clouds, unimaginable but true! You will live in the clouds, white clouds will float around you, and sometimes the blue sky will be visible above the clouds.

FAQ PAGE

Dubai-Burj-Binghatti

  1. Where is the tallest building in the world located ?
    The tallest building in the world, the Burj Khalifa, is located in Dubai, United Arab Emirates.

  2. What is the tallest residential building in the world ?
    The tallest residential building in the world is Central Park Tower, located in New York City, USA.

  3. How tall is the tallest building in the world ?
    The Burj Khalifa stands at a staggering height of 828 meters, making it the tallest building globally.

  4. Is it safe to live in a skyscraper ?
    Living in a skyscraper is generally safe, as modern buildings are designed with strict safety regulations and advanced technology to ensure the well-being of residents.

  5. Are there any risks associated with living in a tall building ?
    While living in a tall building can offer stunning views and luxurious amenities, some potential risks include issues with elevators, fire safety, and structural integrity. However, these risks are typically mitigated through proper maintenance and safety measures.

  6. What are some benefits of living in a tall residential building ?
    Living in a tall residential building can offer residents breathtaking views, convenient access to amenities, a sense of exclusivity, and a luxurious lifestyle. Additionally, many high-rise buildings are located in prime urban locations, providing easy access to city centers and cultural attractions.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url