চমকে যাওয়ার মত বিশ্বের ৩টি ভয়ংকর ব্রিজ The world's 3 scariest bridges to be surprised
বিশ্বের ৩টি ভয়ানক ব্রিজ যেখান দিইয়ে যাওয়ার আগেই ভাবতে হবে যে,যাব কিনা।এই তিনটি ব্রিজের অবকাঠামো গত গঠন পদ্ধতি এতই আশ্চর্যজনক যে,তা দিয়ে গেলেই বারবার মনে ভয় জাগে।চীনের ঝাংঝিয়াং প্রান্তে Glass Suspension Bridge স্বচ্ছ কাঁচের এই ব্রিজ বিশ্বের সবচেয়ে ভয়ানক ব্রিজ,যা ৪৩০ মিটার লম্বা।
বিশ্বের ২ নম্বর ভয়ানক ব্রিজের মধ্যে রয়েছে Carrick a Rede Bridge এর নাম।এই ব্রিজটি উত্তর আয়ারল্যাণ্ডে অবস্থিত।এটা ভূমি থেকে ১০০ ফুট উঁচুতে নির্মিত।আবার এই ব্রিজ দুটো পাহাড়ের সাথে সংযুক্ত।এর ফলে মানুষ এ পাড় থেকে ওপাড়ে সহজেই যেতে পারে ।খবরের তথ্যানুযায়ী,এ ব্রিজ পার হতে গিয়ে বেশ কিছু মানুষের প্রাণও গেছে।
৩নং ব্রিজের মধ্যে Capilano Suspension Bridge যা কানাডায় অবস্থিত। জানামতে এটি ১৮৭৯ সালে নির্মাণ করা হয়েছিল। এটি সাধারণত নদী পারাপারের কাজে তৈরি করা হয়েছিল।এটার উচ্চতা প্রায় ২৩০ ফুট। নদীর উপর দিয়ে লম্বায় ৪৬০ ফুট বিস্তৃত। এট এতই ভয়ংকর যে সর্বদা প্রাণ চলে যাওয়ার হুমকি স্বরূপ।