প্রাইমারি টিচার্স ইন্টারভিউ গাইড-২০২৪(সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান)
পৃথিবীতে বাংলাদেশের স্থান:
প্রশ্নাবলী:
১।মানব সম্পদ উন্নয়ন (Human Development Index) এ বাংলাদেশের স্থান কত?উত্তর:১৩৯তম।
২।শিক্ষায় বাংলাদেশের স্থান কত ? উত্তর :১১৫তম
৩।আয়তনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত ? উত্তর:৯০তম।
৪।জনসংখ্যায় পৃথিবীতে বাংলাদেশের স্থান কত ? উত্তর:৭ম।
৫।জনসংখ্যায় এশিয়ার মধ্যে বাংলাদেশের স্থান কত ? উত্তর:৫ম।
৬।জনসংখ্যার ঘনত্বে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত ? উত্তর:১ম।
৭।ভাষাভাষির দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত ? উত্তর:৭ম।
৮।ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশর স্থান কত ? উত্তর:৫ম।
৯।শিক্ষায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান কত ? উত্তর:৭ম।
বিশ্বের মধ্যে স্থানকারী দেশ:
১। বিশ্বে জিডিপি-তে শীর্ষ দেশ কোনটি ? উত্তর:USA (মার্কিন যুক্তরাষ্ট্র-২০২২ এর জিডিপি অনুযায়ী )।
২।ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ? উত্তর:চীন।
৩।চা উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ? উত্তর:ভারত।
৪।সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন দেশের ? উত্তর:মালদ্বীপ।
৫।বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ? উত্তর:ইন্দোনেশিয়া।
৬।বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি ? উত্তর:পরিবেশ।
৭।বিশ্বে সবচেয়ে ঋণদাতা দেশ কোনটি ? উত্তর:জাপান।
৮।বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ? উত্তর:ভ্যাটিকান (১০৯ একর)।
৯।বিশ্বে সবচেয়ে ইন্টারনেট ব্যবহার কারী দেশ কোনটি ? উত্তর:আমেরিকা।
১০।বিশ্বে বৃহত্তম অরণ্য কোনটি ? উত্তর:তৈগা (রাশিয়া)।
১১।বিশ্বে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? উত্তর:মাউন্ট এভারেস্ট (৮৮৪৮মিটার )।
১২।বিশ্বের প্রশস্ততম নদী কোনটি ? উত্তর:আমাজান।
১৩।বিশ্বের দীর্ঘতম নদী কোনটি ? উত্তর:নীলনদ (৬৬৯০কিমি)।
১৪।বিশ্বের সবচেয়ে দ্রুততম কম্পিউটার কোনটি ? উত্তর:সুপার কম্পিউটার।
১৫।বিশ্বের সবচেয়ে বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কোনটি ? উত্তর:কুইন মেরী-২।
১৬।বিশ্বে ১ম কোন দেশে ম্যাগনেটিক ট্রেন আবিষ্কৃত হয় ? উত্তর:চীন (৪৩০ কিমি/ঘণ্টা)।
১৭।বিশ্বে ১ম নোবেল শান্তি বিজয়ী মহিলা কে ? উত্তর:শিরিন এবাদি (ইরান,২০০৩ সালে পান)।
১৮।বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কোনটি ? উত্তর:কক্সবাজার (১৫৫কিমি দীর্ঘ )।
১৯।বিশ্বের সর্বোচ্চ দালান বা ভবন কোনটি এবং উচ্চতা কত ? উত্তর:বুর্জ খলিফা উচ্চতাঃ৮২৮ মিটার
২০।বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল শহর কোনটি ? উত্তর:টোকিও (জাপান)।
২১।বিশ্বে সবচেয়ে বড় শহর কোনটি ? উত্তর:লণ্ডন।
২২।বিশ্বের সবচেয়ে হালকা ধাতু কোনটি ? উত্তর:লিথিয়াম।
২৩।বিশ্বের সবচেয়ে ভারি ধাতু কোনটি ? উত্তর:ওসমিয়াম।
২৪।বিশ্বের সবচেয়ে তরল ধাতু কোনটি ? উত্তর:পারদ।
২৫।বিশ্বের সবচেয়ে হালকা গ্যাস কোনটি ? উত্তর:হাইড্রোজেন।
২৬।বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি ? উত্তর:বাংলাদেশ।
২৭।বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি ? উত্তর:হামিং বার্ড।
২৮।বিশ্বের বৃহত্তম পাখি কোনটি ? উত্তর:সুইফট।
২৯।বিশ্বের শীতলতম স্থান কোনটি ? উত্তর:ভারখয়ানস্ক (রাশিয়া)।
৩০।বিশ্বের উষ্ণতম স্থান কোনটি ? উত্তর:আজিজিয়া (লিবিয়া)।
৩১।বিশ্বের ১ম মহিলা প্রধানমন্ত্রী কে ? উত্তর:শ্রী মাভো বন্দরনায়েক (শ্রীলঙ্কা)।
৩৩।বিশ্বের ১ম মহিলা প্রেসিডেন্ট কে ? উত্তর:মিসেস গোল্ডামেয়ার (ইসরাইল)।
৩৪।বিশ্বের ১ম মহিলা মহাকাশচারী কে ? উত্তর:ভ্যালেন্টিনা তেরেস্কোভা।
৩৫।বিশ্বের ১ম কম্পিউটার প্রোগ্রামার কে ? উত্তর:লেডি অগস্টা।