৫ম প্রজন্মের ওয়ারলেস সিস্টেম 5G বাংলাদেশে

৫ম প্রজন্মের ওয়ারলেস সিস্টেম 5G বাংলাদেশে

৫জি ইন্টারনেট ব্যবস্থা
৫ জি একটি উন্নত প্রযুক্তির ওয়ারলেস নেটওয়ার্ক যা প্রাথমিক ভাবে ২০১৮ সালে প্রথম চালু করা হয়েছিল।এতে চার ধরণের মিলি মিটার তরঙ্গ ব্যাণ্ড সংযোগ করা হয়েছিল-২৪,২৬,৩৮ও ৬০ গিগা হার্টস যার প্রতি সেকেণ্ডে ২০ গিগা বাইড।
২০১১ সালের ১লা অক্টোবর বাংলাদেশে ৩ জি ইন্টারনেট সিস্টেম চালু করা হয়। আবার, ২০১৮ সালে জুন মাসে বাংলাদেশে ৪ জি এলটিই সেবা কার্যক্রম চালু হয়।

যদিও ২০২১ সালের ডিসেম্বরে পরীক্ষামূলক ভাবে ৫জি ইন্টারনেট সেবা চালু করা হয়ছিল কিন্তু ৩জি ও ৪ জি এর ইন্টারনেট যোগাযোগ গ্রমাঞ্চলে এর তেমন সুফল পাওয়া যায়নি ।

তবে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন আশাবাদ ব্যক্ত করেছেন যে, ৫জি প্রযুক্তির গতি ৪জি প্রযুক্তির চেয়ে ২০ গুণ বেশি হবে।বর্তমান বছরের ডিসেম্বর মাসেই চালু হতে যাচ্ছে ৫জি ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা।


৫ জি নেটওয়ার্ক এর সুবিধা
১। এর গতি বা স্পিড ৪জির চেয়ে ২০ গুণ বেশি হবে।
২। এর গতিধারা উন্নত মানসম্পন্ন স্ট্রিমিং করার মত ।
৩। ইন্টারনেট সংশ্লিষ্ট সব ধরণের জিনিসপত্র ব্যাবহৃত ও প্রয়োগ হবে।
৪। ভিডিও কনফারেন্স,গুগল মিটিং, লাইভ ভিডিও এবং ভিডিও কল সবার কাছে পৌঁছাবে।
৫। স্মার্ট নগর, বন্দর, শহর গড়ে উঠবে ও ডিজিটালাইজড হবে।
৬। যান্ত্রিক সব জিনিসপত্র যেমন ফ্লাইট, ট্রেন,কার,মোবাইলফোনইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা ও নিয়ন্ত্রণ করা যাবে।
৭।কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ও ধ্যান-ধারণাকে বাস্তবে পরিণত করা সম্ভব হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url