Samsung Galaxy F42 5G smartphone ইন বাংলাদেশ

Samsung Galaxy F42 5G: 

Samsung ব্র্যান্ডের মোবাইল বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় মোবাইল। আসন্ন    ঈদে Samsung নিয়ে এলো  চমকপ্রদ  এক ধামাকা  Samsung Galaxy F42 5G. কম দামে ও সাশ্রয়ী মূল্যে  এই ফোনটির লুক ও ভিউ কোয়ালিটি এর পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সিস্টেম।


সামনে থাকছে ওয়াটার ড্রপ নস ক্যাটিং ডিসপ্লে। সিকিউরিটির জন্য থাকবে সাইট মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর। সংগে থাকবে ইউএসবি ট্যাপ সিপোর্ট এবং ৩.৫ মিলিমিটার এর অডিও জ্যাক এবং এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলি কার্বনেট এর বডি। ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৩ এর প্রটেকশন।(Samsung Galaxy)

পড়ুন👉৫ম প্রজন্মের  ওয়ারলেস সিস্টেম  5G বাংলাদেশে 

ডিজাইনঃউচ্চতাঃ১৬৭.২ মিলিমিটার 

পুরুঃ৯ মিলিমিটার

ওজনঃ২০৩ গ্রাম

ওয়াইডথঃ৭৬.৪ মিলিমিটার

ডিসপ্লে ও অপারেটিং সিস্টেমঃ

এতে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চি মাপের আইপিএস সাবসিডি প্যানেল।আর এখানে ব্যবহার করা হবে ফুল HD প্লাস রেজুলেশন ডিসপ্লে । এর স্ক্রিন রেজুলেশন হবে HD প্লাস ১০৮০'২৪০৮ এবং এই ফোনটির ব্রাইট  নেস ক্লিন ও মসৃণ দেওয়া হবে। এই এন্ড্রয়েড স্মার্টফোন টির ভার্সন Android v 11. ডুয়াল সিম চ্যাম্বার যুক্ত।

প্রসেসর,সেন্সর ও ক্যামেরাঃ

এতে ব্যবহার করা হবে ৭০০ প্রসেসর । এর  ব্যাক সাইডের ট্রিপল ক্যামেরা সেটিং এ থাকবে  ৬৪ মেগাফিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং  থাকছে এই ম্যাগাফিক্সেলের আল্টা ওয়াইড এঙ্গেল ল্যান্স সংযুক্ত একটি ৫ মেগাফিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা।সামনে থাকবে ৩২ মেগাফিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস ১০৮০'২৪০৮ রেজুলেশনে ভিডিও করা যাবে। ছবি,ভিডিও সেকশনে  যা যা সেন্সর প্রয়োজন তার সবই   এখানে সংযুক্ত করা হবে। সামনের ভিশনে দেয়া আছে ওআইএস ।(smartphone)

নেটওয়ার্ক সাপোর্টঃ

২ জি- জিএসএম৯০০/১৮০০/১৯০০ MHZ
৩জি -এইচএসডি পিএ৮৫০/৯০০/১৯০০/২১০০ MHZ
৪ জি -LTE
৫ জি -SA/NSA

 ব্যাটারিঃ

ব্যবহার করা হবে Non-removable  Li-Po ৫০০০ mAh এর। তাছাড়া বক্সে দেওয়া হবে ১৫ ওয়াট এর ফাস্ট চার্জার।

মূল্যঃ

Samsung Galaxy F42 5G(৬ জিবি র‍্যাম +১২৮ জিবি রোম) এরমূল্য ১৯,৪৭২ টাকা। 

Samsung Galaxy F42 5G(৮ জিবি র‍্যাম +১২৮ জিবি রোম)এরমূল্য ২৪,৪৯৮ টাকা।









Next Post Previous Post
No Comment
Add Comment
comment url