ব্লগে কিভাবে বেশি ট্রাফিক আনবেন Blog traffic

ব্লগে কিভাবে বেশি  ট্রাফিক আনবেন Blog traffic

ট্রাফিক ব্লগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান উপাদান। ট্রাফিক দুই ধরনের হয়ে থাকে একটি হলো ফ্রি ট্রাফিক আরেক টি হলো পেইড ট্রাফিক।

ব্লগে ফ্রি ট্রাফিক পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গুগল এস.ই.ও(সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন)

এস.ই.ও আপনাকে সবচেয়ে বেশি ট্রাফিক নিয়ে আসার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এইজন্য নিম্নলিখিত বিষয়সমূহ আপনাকে খেয়াল করে দেখতে হবে।

১. কিওয়ার্ড রিসার্চ
গুগলে কিছু টপিক বা কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন সার্চ করা শব্দ বা বাক্য খুঁজে পাবেন।এই টপিক দিয়ে মানুষ গুগলে সার্চ করে কিনা যদি করে থাকে তাহলে এতগুলো ওয়েবসাইটের মাঝখানে আপনার ওয়েবসাইট কিভাবে প্রথম পেইজে নিয়ে আসা যায়, সেই কিওয়ার্ড খুঁজে বের করতে হবে এবং তা এসইও করতে হবে।


এজন্য আপনাকে লোকম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এটাই কিওয়ার্ড রিসার্চ এর কাজ। এটা তো খুব ভালো হচ্ছে উবারসাজেস্ট।

২. অনপেজ এসইও

এটি আপনাকে টাইটেল রাখতে হবে আপনি যে টপিকে আর্টিকেল লিখবেন। আপনার টাইটেল ও প্রথম প্যারাগ্রাফে অবশ্যই ওই টপিকের কিওয়ার্ড থাকতে হবে। এটি না থাকলে গুগল আপনাকে প্রথম পেজে নিয়ে আসবে না

৩. অফপেজ এসইও

এটি অনেক ভাবে করা যায় কেউ কে গেস্ট পোস্ট করে। এর মানে হচ্ছে আপনি অন্য মানুষের সাইটে কোন একটি টপিক উপরে লিখে নিজের ওয়েবসাইটে লিংক দিয়ে আসবেন এতে আপনার ওয়েবসাইটের ট্রাফিক পারবে।

তবে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটে টপিকের সাথে মিল রাখতে হবে। আপনার ওয়েবসাইট টি যদি ভালো হয়ে থাকে তাহলে অনেক ওয়েবসাইট আপনার সম্পর্কে আর্টিকেল লিখে আপনার একটি লিংক দিয়ে দিবেন, এটাকে ব্যাকলিংক বলে।


ব্যাকলিংক এর মাধ্যমে অনেকেই প্রচুর ট্রাফিক পেয়ে থাকে তবে এর জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি ভালো এবং ব্র্যান্ড হতে হবে।এই দুটি অফপেজের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ।




৪. সোস্যাল মেডিয়াঃ


আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যেমন টুইটার, ফেসবুক, লিংকডইন ইত্যাদিকে আপনাদের সাইটে লিংক দিবেন এবং কিছু লেখালেখি করবেন এতে করে সোশ্যাল মিডিয়াগুলো আপনার আর্টিকেলে ক্লিক করে মানুষ পড়তে যাবে। এতে করেও অনেক ট্রাফিক বাড়বে।


পেইড ট্রাফিকসোজা কথায় অ্যাড দেওয়া, বিজ্ঞাপন দেওয়া। আর গুগলই অ্যাড দিবেন তাহলে ট্রাফিক আসবে।আপনি এটা করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url