ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম জন্মোৎসব (জন্মাষ্টমী ব্রত)-২০২২ পালন krishna janmashtami 2022


ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিশ্বের সমস্ত কৃষ্ণ ভক্তদের দ্বারা পালিত হয় এবং ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। এই বছর, কৃষ্ণ জন্মাষ্টমী ১৯ আগস্ট উদযাপিত হবে। বাংলা ১৪২৯ সাল (ইংরাজি-২০২২ সাল ) জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী। কারণ, বিভিন্ন পুরাণ ও প্রাচীন গ্রন্থ মতে, ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলা বিলাস করেন। তিনি ১২৫ বছর ধরাধামে অবস্থান করে বৈকুন্ঠে গমন করেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। সেই দিনই কলি প্রবেশ করে। সেই দিন ছিল শুক্রবার।




খ্রিস্টপূর্ব ৩১০১ সালে কলি যুগ আরম্ভ হয়। বর্তমান ২০২২ খ্রিস্টাব্দ। তা হল পরিষ্কার কলির বয়স ৩১০১+২০২২=৫১২৩ বছর । শ্রী কৃষ্ণের অর্ন্তধানের দিন কলির আবির্ভাব । ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলা করেছেন। তা হলে শ্রীকৃষ্ণের আবির্ভাব ৫১২৩+১২৫=৫২৪৮ বছর পূর্বে হয়েছিল।


এটা বিশ্বাস করা হয় যে এই দিনে, ভগবান বিষ্ণু, যিনি জীবনের রক্ষক বা ধারক, মন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য ভগবান কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হন। ভগবান কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে বিবেচনা করা হয় ভগবান কৃষ্ণ প্রায় ৫২৪৮ বছর আগে উত্তর প্রদেশের মথুরায় জন্মগ্রহণ করেছিলেন , যাকে দ্বাপর যুগ নামেও উল্লেখ করা হয় । তাকে ভগবান বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী মানব অবতার হিসেবে বিবেচনা করা হয়।

দ্বাপর যুগে মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন।আর তার ছেলে কংস খুবই অত্যাচারী ছিল।সে তার বাবার রাজসিংহাসন জোড় করে কেড়ে নিয়েছিল। তারপর তিনি মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে এই বর পেলেন যে, শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভজাত সন্তানের হাতে তার মৃত্যু হবে। এই বর পাবার তার অহংকার আরো বেড়ে গেল আর অসুরদের সঙ্গে যোগ দিয়ে প্রচার করল যে, রাজ্যে কেউ হরিনাম করলে তার রক্ষে নেই।


দৈবকী এবং বসুদেব মথুরার নিষ্ঠুর রাজা কংস কারাগারে নিক্ষেপ করেছিলেন। দৈবকীর বিবাহের দিন (কংসের বোন) ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে তার অষ্টম পুত্র কংসকে হত্যা করবে। এই ঘটনার পর, কংস তার বোন এবং ভগ্নিপতিকে কারাগারে নিক্ষেপ করে এবং কৃষ্ণের জন্ম না হওয়া পর্যন্ত তাদের সকল পুত্রকে পাথরের ওপর আছড়ে মেরে ফেলে। রাতে ভগবান নারায়ণে কৃষ্ণের জন্ম হয়েছিল, একটি ঐশ্বরিক কণ্ঠ বাসুদেবকে কংসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য শিশুটিকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তখন তিনি কৃষ্ণকে যশোমতীর কাছে রেখে তার মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে নিয়ে কারাগারে ফিরে আসেন এবং দৈবকীর কোলে রাখেন।


সকাল হতেই কংস খবর পেল যে দৈবকীর কন্যা সন্তান হয়েছে । সে দৈবকীর কোল থেকে মেয়েটিকে আছাড় যেই মারতে গেল অমনি মেয়েটি শুন্যে উঠে গিয়ে যোগমায়া মুর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন আর বললেন ,"তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে।"তারপর সময় পূর্ণ হতেই কংস ভগবান শ্রীকৃষ্ণের হাতেই বধ হলো।

পূজার সূচী

কৃষ্ণ জন্মাষ্টমী ১৯ আগষ্ট, শুক্রবার,২০২২ তারিখ । অষ্টমী তিথি শুরু হয় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২রাত ১ টা ০ মিনিট২৯ সেকেণ্ড এ।

অষ্টমী তিথি শেষ হবে শুক্রবার, ১৯ আগস্ট-২০২২রাত১টা৫১মিনিট৫৭ সেকেণ্ড এ।

রোহিণী নক্ষত্র এর অন্তে শনিবার, ২০আগস্ট, ২০২২সকাল ৭টা ৩৮মিনিট গতে পূর্বাহ্ন ১০ টা ০২ মিনিটের মধ্যে শ্রীকৃষ্ণজন্মাষ্টমী ব্রতের পারণ করবেন।


ব্রতের দ্রব্য ও বিধান

তিল,ফুল,তুলসী,দূর্বা,ধুপ,দীপ,পঞ্চগব্য,পঞ্চগুড়ি,আতপ চালের নৈবেদ্য, ফলের নৈবেদ্য,পাট, বালি,মধুপর্কের বাটি,আসন,অঙুরি,পূর্ণপাত্র,দই,মধু,চিনি,তেলও হলুদ। ব্রতের আগের দিন নিরামিষ খেয়ে সংযম করে থাকতে হবে আর ব্রতের দিন উপোস করতে হবে।কুল পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে দক্ষিণা সহ ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ গ্রহন করতে হবে।


পারণ মন্ত্র

পারণ আরম্ভের সময়-"সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।
পারণ শেষের সময়-"ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ"


ব্রতের ফল

জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়েই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণ জন্ম গ্রহন করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সাত জন্মের পাপ নাশ হয় আর মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ হয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url