প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি কিভাবে করবেন primary student's profile
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির সার্ভারটি বর্তমানে ওপেন করা হয়েছে। সকল শিক্ষক তাদের IPEMIS এ
লিংকঃhttps://login.ipemis.dpe.gov.bd/login
প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিচের লিংকে প্রবেশ করে শিক্ষার্থীর ডাটা বা তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে পারবেন।
প্রোফাইল তৈরির জন্যঃ PDF FILE DOWNLOADকরুন। যে সকল কাগজপত্র প্রয়োজন হবে
১। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন।
২। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের এক কপি রঙ্গিন ছবি।
৩। পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র।
৪। পিতা-মাতার জন্ম নিবন্ধন( জাতীয় পরিচয়পত্র না থাকলে)
৫। পিতা-মাতার মোবাইল নম্বর।( মাতার বাধ্যতামূলক)
৬। অভিভাবকের জাতীয় পরিচয় পত্র (পিতা-মাতার অবর্তমানে)।
৭। অভিভাবকের মোবাইল নম্বর (পিতা-মাতার অবর্তমানে)।
৮।রক্তের গ্রুপ (বাধ্যতামূলক নয়)