ভেঙে ফেলা হল ভারতের ৪০ তলা সুপারটেক টুইন টাওয়ার Supertech Twin Tower

Supertech Twin Tower


টুইন টাওয়ার ছিল দুটি। একটির উচ্চতা ১০৩ মিটার আর একটি ৯৭ মিটার। সাড়ে ৭ লাখ আয়তন বিশিষ্ট এ ভবনটি ছিল ৪০ তলা বিশিষ্ট। এতে ৯১৫ টি ফ্লাট ছিল । যার মধ্যে গ্রাহকরা ৬৩৩ টি অগ্রিম বুকিং করেছিল।
 

কিন্তু চালু হতে না হতেই নির্মাণ সংক্রান্ত আইন না মানার কারণে গত বছর (২০২১ সাল ) এটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। তাছাড়া বিচারক গণের নির্দেশনা ছিল ২৮ আগষ্ট থেকে ০৪ সেপ্টেম্বরের মধ্যে এটি ভেঙে ফেলতে   হবে।


তাছাড়া নিয়ম অনুযায়ী দুটি টুইন টাওয়ারের মধ্যে ১৬ মিটার দূরত্ব থাকার কথা কিন্তু সুপারটেক নির্মাণ কোম্পানি দুই টাওয়ারের মাঝে দূরত্ব রেখেছিল ৯ মিটার। আবার এ দুটি টুইন টাওয়ার নাকি ২৪ তলা বানার নির্দেশনা ছিল কিন্তু তা বানাতে  বানাতে ৪০ তলা উঁচু করা হয়েছিল। এসমস্ত আইন না মানার কারণে ভারতের সুপ্রিম কোর্ট "সুপারটেক টুইন টাওয়ার" ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url