গায়ক আকবর আলী গাজী পৃথিবী ছেড়ে চলে গেলেন
২০০৩ সালে "ইত্যাদি" অনুষ্ঠানে কিশোর কুমারের"একদিন পাখি উড়ে যাবে যে আকাশে" যশোরের রিকশা চালক ওগায়ক গতকাল গায়ক আকবর আলী গাজীর গতকাল মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি বহুদিন যাবত ডায়াবেটিস রোগে ভুগছিলেন।তাছাড়া তিনি দুবছর যাবত জন্ডিস রোগে ভুগছিলেন।
তিনি হানিফ সংকেতের সঞ্চালনা "ইত্যাদি" অনুষ্ঠানে "তোমার হাত পাখার বাতাসে" গান দিয়ে বিশেষ খ্যাতি অর্জন করেন।
আজ বিকেলে মরহুম শিল্পী আকবরের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন যে, আকবর তাকে একা রেখে চলে গেছে। তখন তিনি "ইত্যাদির" এর সঞ্চালক হানিফ সংকেত ফোন করে বলেছিলেন।
হানিফ সংকেত তখন রংপুরে 'ইত্যাদি'-এর শুটিং করছিলেন। তিনি ফোন পাওয়ার সাথে সাথে বুঝতে পারেন যে , আকবর শারীরিক অবস্থার অবনতির কারণে পৃথিবীতে আর নেই।
গত কয়েক সপ্তাহ ধরে তিনি ড্যালি ডাক্তারদের কাছে চেক-ইন করছিলেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আকবরের চিকিৎসার কোন কমতি রাখেন নি বলে নিজেকে সান্ত্বনা দেন ।