প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২১-২০২২ অর্থবছরের উপবৃত্তি টাকা বিতরণ
আরো জানুন➩ক্লাস টেস্ট ও বার্ষিক মূল্যায়ন পদ্ধতি-২০২২
আরো জানুন➩মাউন্ট আবু পর্বত কি রহস্যময়
তাছাড়া শ্রেণি উন্নীত করণের জন্য"শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ " নামে একটি পেজ যুক্ত করা হয়েছে এতে ২০২১ সালের শিক্ষার্থীদের ২০২২ সালের শিক্ষাবর্ষে উন্নীত করে "শ্রেণি প্রমোশন "অপশনে রোল,শাখা ও শিফট সংশোধন করে সংরক্ষণ বা সেভ করতে হবে।
যে সমস্ত শিক্ষার্থী ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে কিন্তু ভুল্ক্রমে ২০২১ শিক্ষাবর্ষে সুবিধাভোগী শিক্ষার্থী হিসেবে পোর্টালে ইতোপূর্বে এন্ট্রি করা হয়েছে তাদের ডাটা এন্ট্র করার প্রয়োজন নাই। এক্ষেত্রে "শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ "পেজে শুধুমাত্র "ভুল এন্ট্রি " অপশন সিলেক্ট করে সেভ করতে হবে।
কোন শিক্ষার্থী বদলি জনিত কারনে বিদ্যালয়ে ভর্তি হলে তাদের পূর্বের ভর্তিকৃত বিদ্যালয়ের ডাটা এন্ট্রি করে "নতুন শিক্ষার্থী এন্ট্রি" পেজে এন্ট্রি করতে হবে। একই শ্রেণিতে অধ্যয়নরত "শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ "পেজে "পুনরাবৃত্তি" অপশন সিলেক্ট করে রোল,শাখা ও শিফট সংশোধন করে সংরক্ষণ করতে হবে।
২০২২ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিসহ অন্যান্য নতুন শিক্ষার্থী ভর্তি হলে তাদের ডাটা "নতুন শিক্ষার্থী এন্ট্রি" পেজে এন্ট্রি করতে হবে।ডাটা এন্ট্রি হালনাগাদ,যাচাই-বাছাই ও অনুমোদনের সময়কাল-১৭/১১/২০২২ হতে ২২/১১/২০২২চাহিদা প্রস্তুত, যাচাই-বাছাই ও অনুমোদনের সময়কাল-০১/১২/২০২২ হতে ০৫/১২/২০২২-ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়। ডাটা এন্ট্রি হালনাগাদ,যাচাই-বাছাই ও অনুমোদনের সময়কাল-২৩/১১/২০২২ হতে ২৮/১১/২০২২চাহিদা প্রস্তুত,যাচাই-বাছাই ও অনুমোদনের সময়কাল-০১/১২/২০২২ হতে ০৫/১২/২০২২-বরিশাল,খুলনা,রাজশাহী ও রংপুর বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়।