প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২১-২০২২ অর্থবছরের উপবৃত্তি টাকা বিতরণ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২১-২০২২ অর্থবছরের উপবৃত্তি টাকা বিতরণ


প্রাথমিকশিক্ষাঅধিদপ্তর,সেকশন-২,মিরপুর,ঢাকা-১২১ওয়েবসাইটঃ www.dpe.gov.bd প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং যে সমস্ত বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু রয়েছে তাদের  ২০২১-২০২২ অর্থবছরের জানুয়ারি হতে জুন মাসের (৬ মাসের ) উপবৃত্তি টাকা বিতরণের জন্য এন্ট্রিকৃত ডাটা আপডেটকরণ,নতুন ডাটা এন্ট্রিকরণ,অর্থ প্রদানের চাহিদা যাচাই-বাছাই ও অনুমোদন পূর্বক কার্যাদি শুরু হবে মর্মে পরিপত্র জারি করেছে।


উল্লেখ  করা হচ্ছে যে, G2P পেমেন্ট সিস্টেমে EFTএর মাধ্যমে ২০২১-২০২২ অর্থবছরের জুলাই হতে ডিসেম্বর (৬)মাসের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির অর্থ সুবিধাভোগী শিক্ষার্থীর মা/অভিভাবকের মোবাইল একাউন্টে বিতরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাদের খুব শীঘ্রই ২০২১-২০২২ অর্থ বছরের জানুয়ারি হতে জুন মাসের (৬ মাসের ) উপবৃত্তি টাকা বিতরণ করা হবে।

আরো জানুনক্লাস টেস্ট বার্ষিক মূল্যায়ন পদ্ধতি-২০২২

 আরো জানুনমাউন্ট আবু পর্বত কি রহস্যময়


তাছাড়া শ্রেণি উন্নীত করণের জন্য"শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ " নামে একটি পেজ যুক্ত করা হয়েছে এতে ২০২১ সালের শিক্ষার্থীদের ২০২২ সালের শিক্ষাবর্ষে উন্নীত করে "শ্রেণি প্রমোশন "অপশনে রোল,শাখা ও শিফট সংশোধন করে সংরক্ষণ  বা সেভ করতে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url