প্রাথমিক বৃত্তি ২০২২ এর প্রশ্ন কাঠামো ও মানবন্টন

প্রাথমিক বৃত্তি ২০২২ এর প্রশ্ন কাঠামো ও মানবন্টন

প্রাথমিকশিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ,ঢাকা এর সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)  জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ১৩/১২/২০২২ তারিখে প্রাথমিক বৃত্তি ২০২২ এর প্রশ্ন কাঠামো ও মানবন্টন নির্ধারণ করে সকল শিক্ষক,অভিভাবক ও  শিক্ষার্থিদের জ্ঞাতার্থে জানিয়েছেন যে,"প্রাথমিক বৃত্তি ২০২২"পরীক্ষা ৪ টি বিষয়ে অনুষ্ঠিত হবে।প্রতি বিষয়ের নম্বর ২৫ করে মোট,  ২৫×৪=১০০ নম্বর।

প্রতি বিষয়ে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর।এতে প্রতিটি প্রশ্নের ৪ টি ক,খ,গ,ঘ অপশন দেওয়া থাকবে।শুধু সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে।একাধিক অপশনে টিক চিহ্ন দিলে ঐ প্রশ্নের উত্তরের জন্য কোন নম্বর প্রাপ্ত হবে না।


পরীক্ষার্থিদের প্রশ্নপত্র সম্বলিত বুকলেট সরবরাহ করা হবএ।বুকলেটের নির্দিষ্ট স্থানে টিক চিহ্ন ও প্রয়োজনীয় নির্ধারিত উত্তরের জায়গায় লিখতে হবে।পৃথকভাবে কোন উত্তরপত্র সংগ্রহ করা হবে না।


বাংলা বিষয়ে দুটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। দুটি অনুচ্ছেদ থেকে ৪ টি করে ৮ টি বহু নির্বাচনী প্রশ্ন ও অপর ৭টি  বহু  নির্বাচনীo প্রশ্ন সমস্ত পাঠ্যপুস্তক হতে দেওয়া থাকবে। একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার মান নম্বর ১০।মোট,৮+৭+১০=২৫ নম্বর।


প্রাথমিক বৃত্তি ২০২২ এর প্রশ্ন কাঠামো ও মানবন্টন

ইংরেজি বিষয়ে সমস্ত পাঠ্য পুস্তক হতে ১৫ টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে।একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবএ।যার মান নম্বর ১০।মোট,১৫+১০=২৫।


গণিত বিষয়ে সমস্ত পাঠ্য পুস্তক হতে ১৫ টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা মূলক প্রশ্ন থাকবে।প্রতিটির মান নম্বর হবে ৫ তাহলে,৫×২=১০নম্বর।মোট,১৫+৫+৫=২৫ নম্বর।

প্রাথমিক বিজ্ঞানে সমস্ত পাঠ্যপুস্তক হতে ১৫টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি রচনা মূলক প্রশ্ন দেওয়া হবে।প্রতিটির মান নম্বর ৫।তাহলে,৫×২=১০নম্বর।মোট,১৫+৫+৫=২৫    নম্বর।

এভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলে কাঙ্খিত ফলাফল আশা করছি । আর বৃত্তি প্রাপ্ততা অবশ্যই কামনা করছি । তাই,সকল শিক্ষক,  অভিভাভক ও শিক্ষার্থি দের উপরোল্লিখিত  প্রশ্ন কাঠামো ও মানবন্টন অনুযায়ী নির্দেশমত সন্নিকট বর্তী "প্রাথমিক বৃত্তি ২০২২ "পরীক্ষায় শতভাগ অংশগ্রহন করিয়ে বৃত্তি প্রাপ্ত হবেই হবে মনে করে আশির্বাদ ও উইশ কামনা করছি।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url