শেরপুরের হযরত আলী আকন্দ গড়েছেন ১০০০ বিঘা আয়তনের ফলবাগান

শেরপুরের হযরত আলী আকন্দ গড়েছেন ১০০০ বিঘা আয়তনের ফলবাগান
 

শেরপুর জেলার কুঠুরাকান্দা গ্রামের হযরত আলী আকন্দ পৌনে আটশো বিঘা জমিতে ফল বাগান করে মেডিয়ায় রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন।বছর পার হতে না হতেই তাঁর উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে হাজার বিঘা আয়তনে। তিনি উৎপাদনের এরকম এক সম্ভাবনাময় সাফল্যের গড়ে কৃষির জন্য এক বিরল দৃষ্টান্ত বা নজির স্থাপন করেছেন।

তিনি এক সময় অভাব অনটনে বাড়ি কালাতিপাত করে ভাগ্যের অন্বেষণে ঢাকায় পাড়ি দেন।সেখানে তিনি মুদি দোকানে কর্মচারি থেকে শুরু করে রাস্তায় ফলের ফেরিওয়লাও সেজেছিলেন।তিনি জীবনের সাথে লড়াই করে নানা উপায়ে জীবন ও জীবিকার সন্ধান করেছিলেন । 


আজ সেই হযরত আলী আকন্দ নানা চড়াই উৎরাই পার হয়ে সফল হয়েছেন মুদিমালের পাইকারি বাণিজ্যের দোকানদা্র।এখন তিনি শূন্য থেকে কোটির ঘরে পৌঁছেছেন। আবার নতুন সাফল্যের মাঝে বিনিয়োগ গরেছেন কৃষি জমি ক্ষেত্রে আর আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন। 

তিনি বলছেন সুপরিকল্পিত উদ্যোগ নিলে কৃষিতে বিনিয়োগে ঝুঁকি কম, রয়েছে সাফল্যের সম্ভাবনা। তার কৃষি জমিতে এ বছর কমলার বাম্পার ফলন হয়েছে । গাছে গাছে ঝুলে আছে রঙিন কমলা। কৃষিতে তাঁর রয়েছে সুদূর-প্রসারী পরিকল্পনা ও বাস্তবনা ।,তাঁর এই বাণিজ্যিক কৃষি উদ্যোগের মাধ্যমে কৃষি-পর্যটন কেন্দ্রের একটি বাস্তব কৃষি উন্নয়নের রূপরেখা গড়ে উঠেছে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url