আজ শহীদ শেখ রাসেল দিবস

আজ শহীদ শেখ রাসেল দিবস

আজ মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকা, ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে তার জন্ম হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটের  আঘাতে নিহত হন শেখ রাসেল। 

মন্ত্রিপরিষদবিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস হিসেবে পালিত হয়। গত বছর থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এ বছর শেখ রাসেল জাতীয় দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত    প্রাণবন্ত  নির্ভীক।


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, শিশুদের সঙ্গে নিজের জামা-কাপড় ও খেলনা ভাগাভাগি করা ও মানুষের উপকার করার চেষ্টা ছোটবেলা থেকেই পরিলক্ষিত হয়েছে শেখ রাসেলের মাঝে। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তাঁর পবিত্র স্মৃতি। বাংলাদেশে সকল শিশুর মধ্যে আজও আমি রাসেলকে খুঁজে ফিরি।


বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে শেখ রাসেল দিবসের উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান করেন। আজ আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় বনানী কবর স্থানে শেখ রাসেল সহ ১৫ আগস্টে নিহত সকল সহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url