NID কার্ডের তথ্য ঘরে বসে সংশোধন করুন
NID কার্ডের তথ্য এখন থেকে আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে ঘরে বসে সংশোধন করতে পারবেন খুব সইজেই।এতে আপনি আপনার নামের বানান,বয়স, পিতা,মাতার নাম অথবা অন্য যে কোন তথ্য সহজেই সংশোধন করতে পারবেন।এজন্য আপনাকে কোন ট্যানশন করতে হবে না এবং কাউকে কোন প্রাকার টাকাও খাওয়াতে হবে না। এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন একটা সহজ প্রসেস করে দিয়েছে।তাই জটিল মনে না করে সহজেই আপনি আপনার NID কার্ড সংশোধন করতে পারবেন।
প্রথমেই আপনাকে Google Play store থেকে একটি APPS ডাউনলোড করে নিতে হবে। তা হল nid wallet.এটি আপনাকে আপনার স্মার্ট ফোন দিয়ে ডাউনলোড করে নিউতে হবে। তারপর এটিকে ইনস্টল করে নিতে হবে।
এখন Chorme ব্রাউজারের গুগলে সার্চ অপশনে গিয়ে services nidw gov.bd এবার এন্টার বাটনে ক্লিক করলে শুরুতেই NID কার্ডের ওয়েব সাইট টি চলে আসবে । তারপর NID card এ ক্লিক করলে রেজিষ্টার করুন অপশন চলে আসবে। এতে আপনার জাতীয় পরিচয় পত্র বা NID card দিয়ে একাউন্ট রেজিষ্টার করে নিতে হবে।
এরপর জাতীয় পরিচয় পত্র নম্বর/ফর্ম নম্বর বসিয়ে দিতে হবে।যেটা পুরানা বা স্মার্ট কার্ড আপনার যা ইচ্ছা। তবে স্মার্ট কার্ডের নম্বরটি দেওয়াই উত্তম। আপনার জন্ম তারিখটি এতে দিতে হবে। এরপর জলছাপের একটি অস্পষ্ট কোড দেখতে পাবেন তা খুব ভাল করে দেখে যেমন আছে তেমনই লিখে দিতে হবে।তবে সাবধানে দিতে হবে ভুল যেন না হয়।
এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপর বিভাগ,জেলা ও উপজেলার নাম বসিয়ে দিতে হবে আর স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনি আপনার ঠিকানা ব্যবহার করবেন। এখন পরবর্তী যে বাটন আছে এতে ক্লিক দিন।এবার আপনার ফোন নম্বর চাইবে এজন্য ফোন নম্বর বসিয়ে দিলে আপনার মোবাইলে বার্তা পাঠান বাটনে ক্লিক করলে ছয় ডিজিটের একটি ওটিপি কোড যাবে তা বসিয়ে দিয়ে বহাল বাটনে ক্লিক করতে হবে।
এরপর নিচের দিকে স্ক্রল করলে Tap to open nid wallet লাল বাটনে প্রেস করলে আপনার ইন্সটল করা nid wallet এপ্সটি শো করবে এখন nid wallet এর উপর ক্লিক দিলে START FACE SCAN বাটন চলে আসবে এতে ক্লিক দিলে আপনার মুখের ছবি সামনের এক বার ,দুই গালের সাইটের দুই বার ক্যামেরার দিকে তাকালে অটোমেটিক আপনার ছবি নিয়ে নেবে ,এখন OK বাটনে প্রেস করতে হবে।
এখন আপনার ডিটেলস দেখা যাবে আর তাতে একটি পাসোয়ার্ড সেট করতে হবে, ইউজারনেম দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নাই । এরপর পাসোয়ার্ড দুইবার দিতে হবে তবে একই হতে হবে।এখন আপডেট বাটনে ক্লিক করলে বিস্তারিত প্রোফাইল ডিটেলস দেখা যাবে।এখন প্রোফাইল অপশনে ক্লিক দিলে আপনার ব্যক্তিগত সব তথ্য দেখতে পাবেন।
প্রোফাইলের নিচে এডিট অপ্সহনে ক্লিক করে বহাল অপশনে ক্লিক করতে হবে।এখন আপনি যে কোন তথ্য সংশোধন করতে পারবেন।এরপর পরবর্তী অপশনে ক্লিক করলে টাকা পেমেন্ট চাইবে।
এরপর বিকাশ পে বিল ক্লিক দিলে NID Service(সরকারি ফি) অপশনে ক্লিক দিতে হবে এরপর আবেদনের ধরণ এ ক্লিক দিতে হবে। এজন্য আপনাকে NID Info Correction , আর ঠিকানা সংশোধন করতে চাইলে Othrer Info Correction , আর সামনের পেজ ও পিছনের পেজ Both Info Correction আর হারিয়ে গেলে Duplicate Regular এ ক্লিক করে আপনার NID নম্বরটি দিবেন।এরপর নিচের অপশন পে বিল করতে এগিয়ে যান প্রেস করলে আপনার কত টাকা লাগবে তা দেখাবে।
এখন পরের ধাপে যেতে ট্যাপ করুন এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার পিন নম্বর দিয়ে এ্যারো চিহ্নতে প্রেস করতে হবে।এখন আসবে পে বিল নিশ্চিত করুন এজন্য চাপ দিয়ে ধরে রাখতে হবে।এরপর আপনার পে বিল সফল হয়েছে দেখাবে।বিকাশে টাকা জমা দেওয়ারকাজশেষ।
এখন আগের সেই জায়গায় যেতে হবে। আর 105 কাস্টমার কেয়ার প্রতিনিধি বলে দেবেন কি কি কাগজ পত্র লাগবে এতে আপনার জন্ম নিবন্ধন সনদ পত্র, এসএসসি সনদপত্র স্ক্যানিং করে দিতে হবে,তবে যেন ১ এমবি এর বেশি না হয়।
এখন যা পরিবর্তন বা সংশোধন করতে চাচ্ছেন তা আবার যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন।ক্লিক করার পর আপনার ফাইলটি পেন্ডিং এ চলে যাবে।
তারা যাচাই বাছাই করার পর আপনাকে মোবাইল নম্বরে জানিয়ে দেয়া হবে তবে আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এজন্য আপনাকে মোবাইল নম্বর সহ ফোনটি সঙ্গে রাখতে হবে । এভাবে আপনি ঘরে বসে NID কার্ড সংশোধন করতে পারেন।